বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রতীকী ছবি

মালয়েশিয়া সরকার ভবিষ্যতে আবারও বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু করতে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা (এমওইউ) স্বাক্ষর করতে সম্মত হয়েছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতির উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ার মন্ত্রিসভা আজ শুক্রবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।

এক অডিও বার্তায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, 'এটি একটি ইতিবাচক উদ্যোগ। কাগজে কলমে এই উদ্যোগের অগ্রগতি জানার পর আমরা বাকিটা বুঝতে পারব।'

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বাংলাদেশি শ্রমিক নিয়োগ কার্যকর করা হবে।

এর আগে, বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে ২০১৬ সালে ২ দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

এরপর থেকে মালয়েশিয়া সরকার থেকে সরকার (জি-২জি) পদ্ধতিতে সরকারি সংস্থা ও ১০টি বাংলাদেশি বেসরকারি নিয়োগ সংস্থার অধীনে বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়ে আসছিল।

তবে, নিয়োগ প্রক্রিয়ায় অসদাচরণ এবং উচ্চ নিয়োগ ব্যয়ের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ স্থগিত করে মালয়েশিয়া।

Comments

The Daily Star  | English
Bangladesh inflation rate update

Inflation declines to 8.48%, lowest in 27 months    

The easing was driven by declines in both food and non-food inflation

11m ago