নতুন রেকর্ড একদিনে ১৪,৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

ছবি: সংগৃহীত

দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টায় এ উৎপাদন হয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে।

এর মধ্যে দিয়ে ৫ দিন আগে গত বৃহস্পতিবারের ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ভেঙে গেল।

পিডিবির জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে দেশে গত বছর ২৭ এপ্রিল ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

1h ago