কখন কোন এলাকায় লোডশেডিং জানালো ডিপিডিসি

ছবি: স্টার

রাজধানীসহ আশপাশের কোন এলাকায় কখন লোডশেডিং হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

আজ সোমবার লোডশেডিংয়ের এই সময়সূচি প্রকাশ করা হয়েছে। তবে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লোডশেডিংয়ের বিস্তারিত তথ্য এখনো জানায়নি।

ডিপিডিসির তালিকায় থাকা এলাকাগুলোর মধ্যে আছে—ঢাকার আদাবর, আজিমপুর, বনশ্রী, বাংলাবাজার, বংশাল, বাসাবো, ডেমরা, ধানমন্ডি, ঝিগাতলা, জুরাইন, কাকরাইল, কামরাঙ্গীরচর, খিলগাঁও, লালবাগ, মানিকনগর, মাতুয়াইল, মগবাজার, মতিঝিল, মুগদাপাড়া, নারিন্দা, পরীবাগ, পোস্তগোলা, রাজারবাগ, রমনা, সাতমসজিদ, শ্যামলী, শেরেবাংলা নগর, শ্যামপুর, স্বামীবাগ ও তেজগাঁও। নারায়ণগঞ্জের মধ্যে আছে ফতুল্লা, কাজলা, পূর্ব ও পশ্চিম নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও শীতলক্ষ্যা।

 

স্বামীবাগ

 

বাংলাবাজার

 

শ্যামপুর

 

বনশ্রী

 

নারিন্দা

 

পরিবাগ

 

কাজলা

 

মতিঝিল

 

শীতলক্ষ্যা

 

কামরাঙ্গীর চর

 

ডেমরা

 

লালমাটিয়া

 

বাসাবো

 

সিদ্ধিরগঞ্জ

 

নারায়ণগঞ্জ (পশ্চিম)

 

বংশাল

 

আজিমপুর

 

ফতুল্লা

 

জিগাতলা

 

জুরাইন

 

মগবাজার

 

লালবাগ

 

আদাবর

 

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago