হাতি হত্যার প্রতিবাদে সিলেটে বাপার নাগরিক সমাবেশ
দেশে গত ৮ দিনে ৬ হাতি হত্যার ঘটনায় দায়ীদের বিচার ও হাতি রক্ষার দাবিতে সিলেটে নাগরিক সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই নাগরিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
সমাবেশে বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, 'পৃথিবীটা শুধু মানুষের নয়, এই হাতি দলেরও আবাসস্থল। ওদের বিলুপ্ত করে দেবেন? পৃথিবীতে ৭০০ কোটি, হাজার কোটি মানুষ থাকলেই কি বেঁচে থাকা অর্থবহ হবে?'
বাপার সহ-সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেন, 'দেশের যেসব জেলাতে কিছু কিছু হাতি এখনও টিকে আছে, সেসব এলাকার প্রশাসন, সংশ্লিষ্ট অধিদপ্তর, সর্বোপরি সরকারের প্রতি আমাদের দাবি, যারা ফাঁদ পেতে হাতি মারার পাঁয়তারা করছে এবং মারছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।'
এ সময় প্রত্নসংগ্রাহক ও ভাষা সৈনিক মতিন উদ্দিন জাদুঘরের প্রতিষ্ঠাতা ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, সেভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিটেজের মুখ্য নির্বাহী আব্দুল হাই আল-হাদী উপস্থিত ছিলেন।
Comments