সুনামগঞ্জ সীমান্তে আবারও ৬ বন্য হাতির প্রবেশ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে ৬টি হাতির একটি দল বাংলাদেশে প্রবেশ করেছে। হাতিগুলো এখন সীমান্ত এলাকায় অবস্থান করছে।
বন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাতির দলে ৫টি বড় হাতি ও একটি বাচ্চা হাতি আছে। তবে এখন পর্যন্ত হাতির পাল স্থানীয়দের কোনো ক্ষয়ক্ষতি করেনি।'
তিনি বলেন, 'শনিবার দিবাগত রাত ৩টার দিকে হাতির দলটি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকা থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। হাতিগুলো সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বিচরণ করছে।'
'আমরা বন অধিদপ্তরের সহযোগিতায় লাউডস্পিকারে স্থানীয়দের আতঙ্কিত না হতে ঘোষণা দিয়েছি। একইসঙ্গে রাতের বেলা সতর্কতা হিসেবে মশাল জ্বালিয়ে রাখার আহ্বান জানিয়েছি,' যোগ করেন তিনি।
বন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হাতির দল তাহিরপুরের বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ টিলা থেকে মাহারাম টিলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় বিচরণ করছে।
বন অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী বন সংরক্ষক অরুণ বরণ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সর্বশেষ আজ রোববার রাত সাড়ে ৯টার সময় হাতির দলটি সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান করছে। ইতোমধ্যে বিজিবির মাধ্যমে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে সীমান্তে ভারতীয় ফ্ল্যাশলাইট বন্ধ করা হয়েছে। আশা করছি আজ রাতেই হাতির দলটি ফিরে যাবে।'
এর আগে গত বছরের ১৬ নভেম্বর রাতেও একইভাবে সীমান্ত পেরিয়ে এই এলাকায় ৪টি বন্য হাতির একটি পাল বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। কয়েকদিন বাংলাদেশে অবস্থানের পর হাতিগুলো সীমান্ত পেরিয়ে আবার ভারতে ফিরে গিয়েছিল।
Comments