সুনামগঞ্জে প্রবেশ করা সেই হাতির দল ভারতে ফিরে গেছে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ৬টি হাতির একটি দল আবারো ভারতে ফিরে গেছে বলে জানিয়েছে বন অধিদপ্তর।
আজ সোমবার সকালে সুনামগঞ্জ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গতরাত পৌনে ১২টার দিকে হাতির দলটি সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে গেছে। দলের কোনো হাতির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রা যাতে হাতির কোনো ক্ষতি না করে, সে লক্ষ্যে বন অধিদপ্তর কার্যকর ব্যবস্থা নিয়েছিল।'
হাতির ওই দলটিতে ৫টি বড় হাতি ও একটি বাচ্চা হাতি ছিল। শনিবার দিবাগত রাত ৩টার দিকে হাতির দলটি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকা থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে দলটি তাহিরপুরের বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ টিলা থেকে মাহারাম টিলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় বিচরণ করছিল।
হাতির দলটি যাতে নির্বিঘ্নে সীমান্ত পেরিয়ে যেতে পারে, সেজন্য বিজিবির সহায়তায় ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে সীমান্তে ভারতীয় ফ্ল্যাশলাইটও বন্ধ রাখা হয়েছিল বলে গতরাতে ডেইলি স্টারকে জানান বন অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী বন সংরক্ষক অরুণ বরণ চৌধুরী।
এর আগে, গত বছরের ১৬ নভেম্বর রাতেও একইভাবে সীমান্ত পেরিয়ে এই এলাকায় ৪টি বন্য হাতির একটি দল বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। কয়েকদিন বাংলাদেশে অবস্থানের পর হাতিগুলো সীমান্ত পেরিয়ে আবার ভারতে ফিরে যায়।
Comments