শেরপুরে আরও এক মৃত হাতি উদ্ধার
শেরপুরের পানিহাটা এলাকা থেকে আরও একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে হাতিটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে প্রকৃতিবিদ ও জীববিজ্ঞানী মনিরুল এইচ খান দ্য ডেইলি স্টারকে জানান, হাতির বাচ্চাটির বয়স ৪ বছরের কাছাকাছি। আজ রাতেই বৈদুতিক জেনারেটরের শক দিয়ে পরিকল্পিতভাবে হাতিটি হত্যা করে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে, ভোর হয়ে যাওয়ায় হত্যাকারীরা মাটিচাপা না দিয়ে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
মনিরুল এইচ খান সম্প্রতি বন্যপ্রাণীর ছবি তোলার জন্য ওই এলাকায় অবস্থান করছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, গভীর রাতে হাতিটি মারার পর হত্যার বিষয়টি আড়াল করতে সেটিকে মাটিচাপা দেওয়ার চেষ্টা করে। তবে, ভোর হয়ে যাওয়ায় তারা হাতির জন্য খোঁড়া গর্তের পাশে হাতিটিকে রেখে চলে যায়।
এ বিষয়ে ময়মনসিংহের বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে জানান, তারা একটি হাতি মারা যাওয়ার খবর শুনেছেন।
তিনি আরও জানান, হাতিটি যেখানে মারা গেছে, সেখানে কোন বৈদ্যুতিক তার ছিল না।
এ নিয়ে গত ১০ দিনে সারা দেশে ৭টি হাতির মৃত্যু হলো।
Comments