বঙ্গবন্ধু সাফারি পার্ক: আরও ১ সিংহ অসুস্থ, মৃত ১৩ প্রাণীর নমুনা সংগ্রহ সিআইডির

স্টার ফাইল ছবি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা যাওয়া ১৩ বন্যপ্রাণীর নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার এসব নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, 'একটি বাঘ অ্যানথ্রাক্সে মারা যাওয়ার পর মোট ৯টি বাঘ রয়েছে পার্কে। একটি মাদী সিংহ মৃত্যুর পর ৯টি সিংহ রয়েছে। ৯টি বাঘের সবগুলো সুস্থ আছে। তবে একটি সিংহ অসুস্থ। যদিও এটি বড় ধরনের কোনো অসুস্থতা নয়।'

পার্কের ভেটেরিনারী সার্জন মো. মোস্তাফিজুর রহমান এটির চিকিৎসা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, 'সিংহটির অসুস্থতা আবহাওয়াগত ও বয়সজনিত। এটির বয়স ১১ বছরের বেশি।'

গতকাল রোববার বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন পার্ক পরিদর্শন করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল তার সঙ্গে ছিলেন।  

মন্ত্রী সাংবাদিকদের বলেন, 'অতি সম্প্রতি মারা যাওয়া প্রাণীগুলোর মরদেহের নমুনা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারেও পরীক্ষা করা হবে। একের পর এক প্রাণী মৃত্যুর ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও পৃথক একটি বিশেষজ্ঞ কমিটি করেছে। এই কমিটি চলমান তদন্ত কমিটিকে সহায়তা করবে।'

গত ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহীর মৃত্রু হয়। ১২ জানুয়ারি বাঘ মৃত্যুর খবরটি কর্তৃপক্ষ গোপন রেখেছিল। পরে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ৩০ জানুয়ারি পার্ক পরিদর্শনে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ তা স্বীকার করে। খবরটি দীর্ঘদিন গোপন রাখার কারণ হিসেবে মৃত্যুর মেডিক্যাল প্রতিবেদন পেতে বিলম্ব হওয়ার বিষয়টি উল্লেখ করে তারা।

Comments

The Daily Star  | English
The BNP has submitted 62 constitutional reform proposals to the Constitution Reform Commission.

BNP unveils vision for ‘rules-based’ society

The BNP yesterday submitted to the constitution reform commission its 62 recommendations designed to establish a rules-based structure and ensure checks and balances of power.

7h ago