বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার মারা গেল লেমুর

আফ্রিকান লেমুর। ছবি: সংগৃহীত

জেব্রা, বাঘ আর সিংহের পর এবার একটি লেমুর মারা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। রোববার বিকেলে পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। চারটি লেমুরের মধ্যে এখন রয়েছে তিনটি।

মোল্লা রেজাউল করিম জানান, গতকাল শনিবার প্রাণী বেষ্টনীতে লেমুরটি মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেমুরটি হৃদরোগে আক্রান্ত মারা গেছে। মৃত লেমুরটির ময়নাতদন্ত শেষ করে মাটিচাপা দেওয়া হয়েছে।

ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দা বিভাগ ২০১৮ সালের ৬ আগস্ট পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ূর, লেমুরসহ ২০২টি জোড়া বিপন্ন পাখি ও বন্য প্রাণী উদ্ধার করেছিল। পরে এগুলো বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট উদ্ধার হওয়া পাখি ও প্রাণীগুলোকে ওই বছরের ৭ আগস্ট সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। একই বছর উদ্ধার হওয়া লেমুর দেশে প্রথমবারের মতো বাচ্চা জন্ম দিয়েছিল।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

5h ago