পোল্ট্রি ফার্মের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিতাবাঘের মৃত্যু
নীলফামারী সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের লক্ষ্মীর বাজার গ্রামে পোল্ট্রি ফার্মের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। এ সময় পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে আরেকটি চিতাবাঘ দেখা যায়।
সদর উপজেলা বন কর্মকর্তা জেসমিন নাহার চিতাবাঘের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'প্রাণীগুলো সম্ভবত ক্ষুধা সহ্য করতে না পেরে পার্শ্ববর্তী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।'
গোরগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব জর্জ ডেইলি স্টারকে জানান, আজ শুক্রবার খুব ভোরে চিতাবাঘ ২টি আলিয়ার রহমানের পোল্ট্রি ফার্মে মুরগি খেতে আসে। এ সময় তাদের মধ্যে ফার্মের চারধারে পেতে রাখা বৈদ্যুতিক ধাতব তারের বেড়ার সংস্পর্শে এসে একটি চিতাবাঘ মারা যায়। অপরটি হুংকার দিয়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে লুকিয়ে যায়।
পোল্ট্রি ফার্মের মালিক আলিয়ার রহমান জানান, বেশ কিছুদিন থেকে তার ফার্ম থেকে প্রায়ই মুরগি চুরি হয়। চুরি ঠেকাতে তিনি ফার্মের চারধারে ধাতব তারের বেড়া দিয়ে তা রাতে বিদ্যুতায়িত করেন।
ঘটনার পর গ্রামবাসী মৃত চিতাটিকে বাঁশের সঙ্গে ঝুলিয়ে গ্রামের প্রধান রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখেন। পরে সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তারা মৃত চিতাবাঘটিকে নিয়ে যান।
সদর উপজেলা বন কর্মকর্তার জানান, মৃত চিতাটির ময়নাতদন্ত করা হবে।
Comments