পার্বত্য অঞ্চলে রয়েল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য তৈরির সুপারিশ

ফাইল ছবি

দেশের পার্বত্য অঞ্চলের বনে রয়েল বেঙ্গল টাইগারের জন্য অভয়ারণ্য সৃষ্টি করার সুপারিশ করেছে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা বেঙ্গল টাইগারের উপযোগী কি না, তার সম্ভাব্যতা যাচাই করে দেখতে বলেছে কমিটি।

আজ মঙ্গলবার কমিটির সভাপতি আওয়ামী লীগের সংসদ সদস্য (ঢাকা-৯) সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির পরের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে সাবের চৌধুরী সাংবাদিকদের বলেন, 'এক সময় তো রয়েল বেঙ্গল টাইগার সারা বাংলাদেশেই ছিল। এখন কমতে কমতে সংকুচিত হয়ে পড়েছে। আমাদের রয়েল বেঙ্গল টাইগার এখন কেবল সুন্দরবনে বসবাস করে। এজন্য আমরা ভাবছি পার্বত্য এলাকায় টাইগারের দ্বিতীয় হ্যাবিটেট তৈরি করতে পারি কি না।'

পরবর্তী বৈঠকে মন্ত্রণালয়কে এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে, জানান তিনি।

তিনি বলেন বলেন, 'মিয়ানমার ও ভারত সীমান্ত থেকে মাঝে মাঝে রয়েল বেঙ্গল টাইগার আমাদের সীমানায় ঢুকে পড়ছে। ফলে আমরা ওই এলাকা তাদের বাস উপযোগী করতে পারলে সেটা একটি ভালো কাজ হবে।'

পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম ও কক্সবাজার নিয়ে ট্রান্সবাউন্ডারি করিডোর হচ্ছে বলে তিনি জানান।

সাবের হোসেন বলেন, 'ট্রান্সবাউন্ডারি করিডোরে পরামর্শক নিয়ে যে অনিয়ম ছিলে তার তদন্ত প্রতিবেদন এসেছে। সেখানে যে কর্মকর্তা দায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।'

সেন্টমার্টিনে বন্ধ হয়নি রাত্রিযাপন

সাবের হোসেন চৌধুরী বলেন, 'সরকারি একটি গবেষণা বলেছে সেন্টমার্টিনে প্রতিদিন ৯৪০ জন থেকে ১ হাজার ১৫০ জন পর্যটক যেতে পারে। কিন্তু সেখানে প্রতিদিন ২০ হাজারের বেশি পর্যটক যায়। আমরা সেখানে রাত্রিযাপন বন্ধ করার কথা বলেছিলাম। কিন্তু এখনো এটা বাস্তবায়ন হয়নি। এটা কীভাবে করা যায় সেটা নিয়ে কাজ হচ্ছে।'

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত খসড়া নীতিমালায় ধূমপান ও রাতযাপন নিষিদ্ধকরণ এবং দিনে পর্যটক ৯০০ এর মধ্যে সীমাবদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৈঠকে প্লাস্টিক উৎপাদনে স্থানীয় কাঁচামালের ট্যাক্স বাড়িয়ে উৎপাদন নিরুৎসাহিত করা এবং বন বিভাগের জমিতে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানের তালিকা আগামী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

5h ago