চাঁদপুরে বিষ প্রয়োগে অর্ধশত ঘুঘু হত্যার অভিযোগ

হাইমচরে অর্ধশত ঘুঘু পাখি হত্যার অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে ধানের বীজ খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করে আবারও অর্ধশত ঘুঘু পাখি হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার হাইমচরের আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, আমন ধানের বীজতলায় ঘুঘু পাখি খাবার খুঁজতে আসত। কিন্তু এমন প্রাকৃতিক দৃশ্য সহ্য করতে না পেরে কে বা কারা বীজতলায় বিষ প্রয়োগ করে ঘুঘু পাখিকে হত্যা করে। এতে প্রায় অর্ধশত ঘুঘু পাখি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে ধানের বীজ রোপনকারী কৃষক আলী উকিল বলেন, 'কে বা কারা বিষ প্রয়োগ করেছে, তা আমার জানা নেই। মৃত পাখিগুলো স্থানীয়রা এদিক-ওদিক ফেলে দিয়েছে বলে খবর পাচ্ছি। পাখি হত্যা অপরাধ। এমন ঘৃণ্য কাজকে কখনোই আমি সমর্থন করি না।'

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, 'বিষ প্রয়োগ করে ঘুঘুসহ পাখি হত্যা করা শুধু অপরাধই নয়, পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। ঘটনাটি যারাই করেছে, অমানবিক কাজ করেছে। আমরা খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট কৃষক দোষী কি না, তা খতিয়ে দেখব।'

উল্লেখ্য, এর আগে হাইমচরেই গত ২৫ ফেব্রুয়ারি বিষ প্রয়োগ করে শতাধিক ঘুঘু পাখি হত্যা করায় স্থানীয় কৃষক স্বপন দেওয়ানকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

1h ago