কেইপিজেডে আটকে পড়া হাতির পালে নতুন শাবক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) ভেতরে আটকে পড়া হাতির পালে নতুন বাচ্চার জন্ম হয়েছে।
বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) মোল্লা রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেখানে আটকে পড়া ৩টি হাতির পালে নতুন শাবকের জন্ম হয়েছে।
জানা গেছে, আনোয়ারায় প্রায় ১০০০ হেক্টর আয়তনের কেইপিজেড প্রতিষ্ঠার কারণে চুনতি ও বাঁশখালী উপজেলার সংযোগকারী হাতির চলাচলের করিডোর বন্ধ হয়ে যায় এবং এর সীমানার ভেতরে কয়েকটি হাতির পাল অবরুদ্ধ হয়ে যায়।
তবে হাতির শাবক জন্ম নেওয়ার ঘটনাকে অবরুদ্ধ হাতিগুলোর জন্য সুসংবাদ বলে উল্লেখ করেছেন বন সংরক্ষক রেজাউল করিম।
তিনি বলেন, 'আমাদের মানুষ-হাতির শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।'
গত বছর হাতির আক্রমণের কথা উল্লেখ করে অবরুদ্ধ হয়ে পড়া হাতিগুলো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি লিখেছিল কেইপিজেড কর্তৃপক্ষ।
Comments