বংশী নদী দখল-দূষণ: ১০ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকার বেশি জরিমানা
আদালতের নির্দেশনা অমান্য করে সাভারে বংশী নদীর অবৈধ দখল এবং দূষণের দায়ে ১০টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুর এবং নয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল ইসলাম তালুকদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সাভারে বংশী নদী দখল ও দূষণ করায় পরিবেশ অধিদপ্তর সাভারের নয়াহাট এলাকায় অভিযান চালায়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ওই এলাকার রিয়া এন্টারপ্রাইজ, আছিয়া এন্টারপ্রাইজ, খালেক এন্টারপ্রাইজ, রহমান এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ (মাসুদ), হাজী জনাব আলী এন্টারপ্রাইজ, গাজী এন্টারপ্রাইজ, একতা এন্টারপ্রাইজ ও মামুন এন্টারপ্রাইজের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাভারের হেমায়েতপুর এলাকায় কালাম ফ্যাশন এন্ড ওয়াশ কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বংশী নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখল এবং দূষণের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
Comments