চট্টগ্রামের পরীর পাহাড়ে নতুন স্থাপনা নির্মাণে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

বন্দর নগরী চট্টগ্রামের আন্দরকিল্লা মৌজার অন্তর্গত 'পরীর পাহাড়' টিলায় নতুন কোনো স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে পরিবেশ অধিদপ্তর।  

গত ১৫ ডিসেম্বর ইস্যু করা এক চিঠিতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আদালত ভবনের সামনের খোলা জায়গায় যে কোনো স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করে। চট্টগ্রাম আদালত ভবন টিলার (পরীর পাহাড়) উপর অবস্থিত, যা স্থানীয়ভাবে কোর্ট হিল নামে পরিচিত। 

পরিবেশ অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মো. নুরুল্লাহ নুরীর সই করা চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম আদালত ভবনের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে গত ২৮ নভেম্বর  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা অনুযায়ী এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, চট্টগ্রাম আদালত ভবনের সামনের খোলা জায়গায় নতুন কোনো স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, চিঠির বিষয়বস্তু তাদের কাছে পরিষ্কার নয়।

তিনি বলেন, 'আমাদের সব স্থাপনা আইনগতভাবে নির্মিত হয়েছে এবং ভবিষ্যতেও আইনতভাবে নির্মিত হবে। তাই আমরা পরিবেশ অধিদপ্তরের চিঠির বিষয়বস্তু বুঝতে পারছি না।'

Comments