কর্ণফুলীর প্রস্থ-গভীরতা কমেছে: চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন
বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর প্রস্থ শাহ আমানত সেতু পয়েন্টে কমেছে বলে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের একটি জরিপে দেখা গেছে।
গত মার্চ-এপ্রিলে সংগঠনটি এই জরিপ চালায়।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জরিপের প্রতিবেদন তুলে ধরেন সংগঠনটির সম্পাদক অলিউর রহমান।
বাংলাদেশ জরিপ (বিএস) অনুযায়ী, শাহ আমানত সেতু পয়েন্টে নদীর প্রস্থ ৯৩০ মিটার।
তবে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের জরিপে এর প্রস্থ ৪১০ মিটার পাওয়া গেছে।
জরিপে আরও দেখা যায়, নদীর গভীরতা ক্রমাগত কমছে। চাক্তাই খালের মুখে নদীর গভীরতা মাত্র ২ ফুট।
এতে আরও বলা হয়, নদীর বেশ কয়েকটি পয়েন্টে চর দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশবিদ অধ্যাপক নোমান সিদ্দিক, নদী গবেষক ইদ্রিস আলী, সংগঠনের সদস্য পেয়ার আলী প্রমুখ।
Comments