নতুন পাঠ্যক্রমে থাকছে না জেএসসি, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ফটো

নতুন পাঠ্যক্রম চালু হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকার কথা নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। আজ রোববার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম চালু হলে জেএসসি থাকার কথা না। তখন ভিন্নভাবে মূল্যায়ন হবে। মূল্যায়ন হবে কিন্তু সেটি ভিন্ন পদ্ধতিতে হবে, নতুন কারিকুলাম অনুযায়ী হবে। আমাদের ধারাবাহিক মূল্যায়নের বিষয়টা সেখানে অনেক থাকবে।

তিনি আরও বলেন, সারা পৃথিবীতে নানা ধরনের মূল্যায়ন পদ্ধতি রয়েছে। একটা লম্বা পরীক্ষা নিয়ে মেধা যাচাই হয়ে যায় সেটা কিন্তু নয়। আমাদের শিক্ষার্থী যারা এখন পরীক্ষা দিচ্ছে তারা এর আগে অ্যাসাইনমেন্ট করেছে, নানা কিছু করেছে। তারা কতটা শিখতে পারলো এই প্রতিকূল পরিবেশের মধ্যে সেটাই বড় বিষয়। সব সময় একটা পরীক্ষা দিয়েই তার সমস্ত মেধা যাচাই করে ফেলতে পারবো তা কিন্তু নয়।

দেখা যায় পরীক্ষার সময় একজন শিক্ষার্থী অসুস্থ থাকলো, অংশই নিতে পারলো না বা পরীক্ষা খুব খারাপ হয়ে গেল। তার মানে তো এই নয় সে মেধাবী না। সে কারণে আমাদের নতুন পাঠ্যক্রমে সারা বছর ধরে সে কেমন পারফর্ম করছে সেটাকে আমরা বিবেচনায় নিচ্ছি। বছর শেষে মূল্যায়ন হবে, পাশাপাশি সারা বছর ধরে ধারাবাহিক মূল্যায়ন হবে। যেখানে হঠাৎ এক দিন যে ভালো করতে পারলো না তার জন্য সারা বছরের কাজ নষ্ট হবে না— বলেন শিক্ষামন্ত্রী।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় বোর্ড গঠন করতে চাচ্ছে, যা নতুন পাঠ্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা উভয় মন্ত্রণালয় আবার কথা বলবো। তার পরে সিদ্ধান্ত জানানো হবে।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

1h ago