বেগমগঞ্জ এটিআইতে ফুটবল খেলা নিয়ে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষ, আহত ৬

শনিবার রাতে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) গেটে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) মাঠে বহিরাগতদের ফুটবল খেলতে না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থী তোফাজ্জল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার বিকেলে ইনস্টিটিউটের ক্যাম্পাসের মাঠে একদল বহিরাগত ক্যাম্পাসে খেলতে আসে। এসময় ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বহিরাগতরা চলে যায়। এরপর শনিবার সন্ধ্যায় ইনস্টিটিউটের ৭-৮ জন শিক্ষার্থী বেগমগঞ্জ চৌরাস্তায় রাজ মহল হোটেলে নাস্তা করতে যায়। তখন শুক্রবারের ঘটনার জের ধরে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।'

তিনি আরও বলেন, 'এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা রাজমহল হোটেলের সামনে এলে স্থানীয় যুবকদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় রাত ৯টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হয়।'

তিনি জানান, আহত শিক্ষার্থীরা হলেন- নাহিদ, নাজিম, রিয়াদ ও মো. আশরাফুল। আহতদের প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে নাহিদকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। ক্যাম্পাসের পশ্চিম দিকে একটি পকেট গেট আছে। ওই গেট দিয়ে স্থানীয়রা ও বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে নারী শিক্ষার্থীদের উত্যক্ত করে, হোস্টেলে শিক্ষার্থীদের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। কিন্তু, কর্তৃপক্ষ ওই পকেট গেটটি বন্ধ করছেন না।

কৃষি প্রশিক্ষণ ইনসস্টিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সীমা রানী দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বহিরাগতদের ক্যাম্পাসে খেলতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৬ শিক্ষার্থী আহত হয়েছে।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক হাসিব আবদুল্লাহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।'

পকেট গেটের বিষয়ে অধ্যক্ষ বলেন, 'পকেট গেট বন্ধ করা ও ক্যাম্পাসের প্রধান ফটকে আনসার নিয়োগ দিতে মহা-পরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়াও, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসা হবে।'

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, 'কৃষি ইনস্টিটিউটের ক্যাম্পাসের বাইরে যায়, আবার বহিরাগতরা ভিতরে আসে। আমরা যতদূর জানি তারা একসঙ্গে খেলাধুলা করে। কৃষি ইনস্টিটিউটের ভিতরে একটি রাস্তা থাকায় সেখান দিয়ে গ্রামবাসী অবাধে আসা-যাওয়া করে।'

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, 'শুক্রবার বিকেলে মাঠে খেলাকে কেন্দ্র করে শনিবার রাতে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় ইনসস্টিটিউট কর্তৃপক্ষ রোববার বিকেল ৫টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

NBR activities disrupted as officials continue work abstention

This marks the ninth day of protests since the interim government issued the ordinance on May 12

2h ago