চবিতে যৌন নিপীড়ন: নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীর বন্ধুরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধুরা।
নিরাপত্তা চেয়ে আজ রোববার প্রক্টরের কার্যালয়ে যান দুই শিক্ষার্থী।
যৌন নিপীড়নের ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ করার পর ওই শিক্ষার্থীর দুই বন্ধুকে ক্যাম্পাসে অজ্ঞাত কয়েকজন অনুসরণ ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।
অনুসরণকারীরা চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী বলেও অভিযোগ উঠেছে।
গত ১৭ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের ৬ কর্মীর হাতে যৌন নিপীড়নের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী।
শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনার পর প্রথম দিন যখন আমরা প্রক্টর অফিসে গিয়েছিলাম তখন রুবেল সেখানে ছিল। সে তখন ভিকটিমকে অভিযোগ জমা দিতে মানা করে।'
'রুবেল ভিকটিমকে বলে, "তুমি অভিযোগ করলে সাংবাদিকরা তোমার নাম ও পরিচয় প্রকাশ করবে, তুমি সবার সামনে বিব্রত হবে।'
সেসময় রুবেল আমাকে ডেকে আমার নাম, সেশন এবং আমার সংগঠনের নাম জিজ্ঞেস করে,' বলেন তিনি।
ধ্রুব আরও বলেন, 'এখন অপরিচিত নম্বর থেকে ফোন করে আমার ঠিকানা জানতে চাওয়া হচ্ছে। এমনকি রুবেল গতকাল একটি টেলিভিশনের টকশোতে আমার নাম উল্লেখ করে বলেছে যে আমি তার বিরুদ্ধে অপ-রাজনীতি করছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই প্রক্টর অফিসের কাছে নিরাপত্তা চেয়েছি।'
শিক্ষার্থী সাজিদ সামি চৌধুরী অভিযোগ করে বলেন, '৩ দিন আগে মেয়েদের হলের কাছে দুজন ছুরি নিয়ে আমাকে ফলো করছিল। তারা আমাকে বেশ কয়েকবার ফলো করেছে কারণ আমি ওই ছেলেদের বেশ কয়েকবার দেখেছি।'
যোগাযোগ করলে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল অভিযোগ অস্বীকার করে বলেন, 'ধ্রুব আমাদের ক্যাম্পাসের জুনিয়র, তার অনিরাপদ বোধ করার কোনো কারণ নেই। আমার অনুসারী কিংবা ছাত্রলীগের কেউ তাকে অনুসরণ করেনি, করবে না। তাকে কোনো হুমকিও দেয়নি।'
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চবির সহকারি প্রক্টর শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দুই শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি এবং তাদের ঠিকানা নিয়েছি। আমরা তাদেরকে জিডি করার পরামর্শ দিয়েছি। জিডির কপিসহ পরে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। আমরা তাদেরকে বলেছি তারা যদি অনিরাপদ বোধ করেন তাহলে আমাদের সঙ্গে যেন আবারও যোগাযোগ করে।'
এদিকে, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রোববার রাত ৮টায় ক্যাম্পাস এলাকায় রোড শো আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন বারোমাসি।
সংগঠনটির সদস্য হাসিবুল হাসান ফাহিম বলেন, 'আমাদের ৪ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।'
এদিকে শিক্ষার্থীদের সব দাবি নিয়ে আগামীকাল প্রেস ব্রিফিং হবে বলে জানিয়েছেন চবির প্রক্টর রবিউল ইসলাম ভূঁইয়া।
Comments