আগস্টে হতে পারে এসএসসি পরীক্ষা

SSC Exam Photo
স্টার ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী আগস্টে শুরু হতে পারে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার।

আজ রোববার আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

অধ্যাপক তপন কুমারা সরকার বলেন, আজকে আন্ত শিক্ষা বোর্ডের একটি বৈঠক ছিল। ওই বৈঠকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন তার আওতাধীন অঞ্চলে অর্ধেকের বেশি এসএসসি পরীক্ষার কেন্দ্র এখনো বন্যার আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এগুলো ঠিকঠাক করে পুনরায় শিক্ষা উপযোগী করতে সময় লাগবে। এ কারণে এ বছরের এসএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়া সম্ভব হবে না।

কবে নাগাদ শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আগস্টে পরীক্ষা শুরুর সর্বোচ্চ চেষ্টা করছে। এসএসসি পরীক্ষা আবার পেছানোয় এইচএসসি পরীক্ষাও পেছানোর সম্ভাবনা আছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

55m ago