পারফিউম!

ছবি: সংগৃহীত

প্রকৃতি, আবহাওয়া ও নিজের মনের অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারফিউম যদি নিজের বিশাল সংগ্রহশালা থেকে বাছাই করে প্রতিদিন ব্যবহার করা যেত তাহলে মন্দ হতো না। অবশ্য অনেকের কাছে তা অতি বিলাসিতা মনে হলেও পারফিউম প্রেমীদের কাছে সেটি শখের একটি বহিঃপ্রকাশ মাত্র।

বাজারে বিভিন্ন ধরনের পারফিউম থাকায় অনেক সময় তা নির্বাচন করতে সমস্যা হয়। আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এই পারফিউমগুলো।

ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ পারফিউম ভিউলেট এফ আর মূলত কয়েকটি বিশেষ ফ্লেভারের মিশেল। অয়েল বেজড এই রোল অন পারফিউমের সুগন্ধ খুবই মুগ্ধকর। পারফিউমের প্রতিটি স্তর একই সঙ্গে আবেদনময়ী ও মৃণ্ময়ী।

ছবি: সংগৃহীত

এন ডিগ্রি ওয়ান শ্যানেলের ফ্রুটি ফ্রিগ্রেন্স পারফিউম গুলোর মধ্যে অন্যতম। যে সব নারীর পারফিউমের মধ্যে ফুল ও ফলের ফ্লেভার পছন্দ তাদের জন্য এই পারফিউম হবে অনেকটা সোনায় সোহাগা। এই পারফিউমের ৯৭ শতাংশ তৈরি হয়েছে প্রাকৃতিক উপাদান দিয়ে। পারফিউমের টপ নোটে রেড বেরি ও সাইট্রিস এবং মিড নোটে আছে জেসমিন ও রোজের অনবদ্য মিশেল।

ছবি: সংগৃহীত

এছাড়া কেউ যদি ফ্রুটি বাদ দিয়ে ভ্যানিলা পছন্দ করেন তাদের জন্য রয়েছে লাভ বাই কিলিয়ানের ডোন্ট বি শাই পারফিউম। এখানে বিভিন্ন ফ্লেভারের মিশেলের মধ্যে অন্যতম হচ্ছে জেসমিন, গোলাপ, ক্যারামেল, ভ্যানিলা, ধনিয়া ও পিংক পেপার। ইউনিক ফ্লেভার পছন্দ হলে এই পারফিউম থাকবে আপনার পছন্দের শীর্ষে।

ছবি: সংগৃহীত

জো মেলোন লন্ডনের নতুন উদ্ভাবনী পারফিউম বিটার ম্যান্ডারিন নারী পুরুষ উভয়ের জন্য উপযোগী। টপ নোটে যেমন ম্যান্ডারিনের ম্যাজিক মিডল নোটেই আছে কমলার সেই ফ্রেশ আবহ। মূলত ফ্রুটি ফ্লেভারকে মূখ্য করে পারফিউমের থার্ড নোটেই আছে রামধনুর আবেদনময়ী সুবাস। সেই সঙ্গে একই ফ্রুটি অবস্থানে আরেকটি বিশেষ পারফিউম হলো প্যারিসের হার্মিসের রুবার্বে অ্যাকারলেট। সেখানেও টপ ও মিড নোটে আছে রেড বেরি ও রুহবার্বের ফ্রুটি সুভাস।

ছবি: সংগৃহীত

টম ফোর্ডের রোজ দ্য রুজি পারফিউমে গোলাপ, সাদা গোলমরিচের পাশাপাশি একটি ওডি সুবাসের মিশেল করা হয়েছে। যেখানে টপ বেজ ও মিড নোট মিলে তৈরি হয় এক দারুণ ও ব্যতিক্রমী সুগন্ধী সম্ভার। যা সবার জন্যই উপযুক্ত। সেই সঙ্গে যদি উল্লেখ করি গ্যাবর এর নতুন সুইম থ্রীর কথা তাহলে তো কথাই নেই। গ্রিন টি, জেসমিন ও বিভিন্ন হার্বের সতেজ ভাব যেন সুবাসিত করে রেখেছে পারফিউমটির আদ্যোপান্ত।

ছবি: সংগৃহীত

ল্যুয়ি এর টেমপ্লো দা দ্যবড পারফিউমটি পছন্দ হবে মূলত নারকেল সুবাসপ্রেমিদের। কারণ এই পারফিউমের টপ নোটেই আছে নারকেল ও জেসমিনের জাদুকরি ব্লেন্ড। সেই সঙ্গে মিডনোটেই পাবেন স্যাফরন বা জাফরানের সুবাস। মনে হয় এই পারফিউম আবিষ্কারক নুরিয়া একজন ডেজার্ট লাভার। তাই, পুরো পারফিউমে একটা ডেজার্ট ডেজার্ট সুগন্ধ অনুভূত হয়। নারী ও পুরুষ উভয়ের জন্য সামঞ্জস্যপূর্ণ ও মনোমুগ্ধকর সুবাসে পরিপূর্ণ এই পারফিউম।

ছবি: সংগৃহীত

সের্জ ল্যুতান্সের ফেমিনিতে দ্য বইস সেই পারফিউমে দারচিনি, ভ্যানিলা, পাম, পিচ, লং, ও আদার মতো শক্তিশালী ফ্লেভারের সঙ্গে সামঞ্জস্য করা হয়েছে গোলাপ ও চন্দনের মতো হালকা ফ্লেভার। এই পারফিউমের টপ মিড ও বেজ নোটে মূলত অনেক বেশি উপাদানের সমন্বয় করা হয়েছে। তাই এটি অনেক বেশি ইউনিক। অন্যদিকে ট্রিস ম্যাকএভয় এক প্রকার উষ্ণ ধরনের পারফিউম। সেখানেও টপ নোটে স্যাফরন আর ল্যাভেন্ডার, মিড নোটে গোলাপ, দারচিনি ও চন্দনের দারুণ কম্বিনেশন। তাছাড়া, বেজ নোটেও আছে বেনজয়েন ও অ্যাম্বারের সুবাস। এই গ্রীষ্মে চটপটে ও দীর্ঘস্থায়ী পারফিউম হিসেবে এগুলোর জুড়ি নেই।

Comments

The Daily Star  | English
CSA to be repealed

CSA to be repealed within a week: Nahid Islam

About the election, Nahid said an election based on national consensus will be held after completing all necessary reforms.

3h ago