শিরোপা লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

ছবি: ফিরোজ আহমেদ

প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চোখ তৃতীয় শিরোপায়। শেষ পর্যন্ত কাদের হাতে উঠবে এ ট্রফি? জানা যাবে আজই। তবে শিরোপা লড়াইয়ে শুরুটা ভালো হয়েছে কুমিল্লার। টস জিতে নিয়েছেন অধিনায়ক ইমরুল কায়েস। বেছে নিয়েছেন ব্যাটিং।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে দুই দলের লড়াই।

ফাইনাল ম্যাচের জন্য কুমিল্লা তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে বরিশাল। জিয়াউর রহমানের জায়গায় একাদশে ফিরেছেন সৈকত আলী।

গ্রুপ পর্ব শেষে এবার শীর্ষ দুইয়ে ছিলে কুমিল্লা ও বরিশালই। সাকিবের বরিশাল ১০ ম্যাচে ৭ জয়ের ১৫ পয়েন্ট নিয়ে ছিল সবার উপরে। সমান ম্যাচে কুমিল্লার জয় ছিল একটি কম। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল তারা। শেষ পর্যন্ত ফাইনালেও জায়গা করে নেয় দলদুটি।

এ দুটি দল অবশ্য এর আগে তিন বার মুখোমুখি হয়েছে। প্রথম লড়াইয়ে বরিশালকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল কুমিল্লা। জিতেছিল ৬৩ রানে। কিন্তু পরের দুই লড়াইয়ে জিতেছে বরিশালই। এরমধ্যে প্রথম কোয়ালিফায়ারের জমজমাট লড়াইয়ে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে ফাইনালে ওঠে বরিশাল। আর গ্রুপ পর্বের দ্বিতীয় মোকাবেলায় তারা জয় পায় ৩২ রানে।

ফরচুন বরিশাল: মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), সৈকত আলী, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, তৌহিদ হৃদয়, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, সুনীল নারাইন, ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ দু প্লেসি, মঈন আলী, মাহমুদুল হাসান জয়, আরিফুল হক, আবু হায়দার রনি, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

9m ago