ভুল থেকে শিক্ষা নিয়েই বদলে গেছে চট্টগ্রাম

ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলে এবার বেশ তারুণ্য নির্ভর দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই নিয়ে তাদের শুরুটাও হয় দারুণ। কিন্তু মাঝে পথ হারিয়ে ফেলে দলটি। তবে ফের ঘুরে দাঁড়িয়েছে তারা। এলিমিনেটর রাউন্ড পার হয়ে উঠেছে কোয়ালিফায়ারে। অথচ সার্বিক পরিস্থিতির কারণে অনেকেই ভেবেছিল গ্রুপ পর্বেই বিদায় নেবে সাগর পাড়ের দলটি।

আসরে এবার ঢাকায় প্রথম পর্ব শেষে যৌথভাবে শীর্ষে থেকেই ঘরের মাঠে গিয়েছিল চট্টগ্রাম। কিন্তু নিজ মাঠে জ্বলে উঠতে পারেনি তারা। উল্টো নানা কাণ্ড জন্ম দিয়ে আসরে পিছিয়ে পড়ে। এক অধিনায়ক পরিবর্তন নিয়েই অনেক কাণ্ড। তিনজন নতুন অধিনায়ক দেখেছে দলটি।

মূলত তারুণ্য নির্ভর দল হওয়ার কারণে ভুলভ্রান্তির পরিমাণ বেশি হয়েছে বলে মনে করেন দলের তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে আশার কথা ভুল থেকে শিক্ষা নিতে পেরেছে দলটি। অন্তত শেষ দিকে ফলাফল তাই বলে। 

'আমাদের দলটা তারুণ্যে ভরা। টুর্নামেন্টের শুরুর দিকে আমরা সবার ওপরেই ছিলাম। পরবর্তীতে নিজেদের ভুলেই পিছিয়ে পড়েছি। আমরা আমাদের ভুল থেকে শিখেছি। টানা তিন ম্যাচ জয় এবং কোয়ালিফায়ারে খেলা এ কারণেই সম্ভব হয়েছে।' - বলেন মৃত্যুঞ্জয়।

আগামীকাল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাম্প্রতিক সময়ের ছন্দ ধরে রেখে এ ম্যাচে জয়ই একমাত্র লক্ষ্য দলটির। মৃত্যুঞ্জয়ও বলেন এমনটাই, 'কুমিল্লার বিপক্ষে প্রধান পরিকল্পনাই হচ্ছে জয়। এটা যেহেতু ডু অর ডাই ম্যাচ, তাই ভালো একটা জয় নিয়ে ফাইনালে যেতে চাই।'

একই সঙ্গে ব্যক্তিগতভাবেও সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লক্ষ্যে মাঠে নামবেন এ তরুণ, 'এই মৌসুমটা আমার বেশ ভালো যাচ্ছে। তাই লক্ষ্য সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় জায়গা করে নেওয়া। ৭ ম্যাচে আমার ১৪ উইকেট, সর্বোচ্চ উইকেট ১৭টা। চেষ্টা করব যত বেশী সম্ভব উইকেট সংগ্রহের।'

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

3h ago