'নেগেটিভ' হয়ে ফাইনালে ফিরতে হলো সাকিবকে
ফাইনালের আগের দিন ট্রফি নিয়ে ছবি তোলার সময়ে ছিলেন না ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ছিলেন না টিম হোটেলেও। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা। তবে আশার কথা ফাইনাল খেলতে কোনো বাধা নেই সাকিবের। পিসিআর টেস্টে নেগেটিভ হয়েই দলের সঙ্গে যুক্ত হয়েছেন এ অলরাউন্ডার।
ট্রফি উন্মোচনের সময় সাকিবের না থাকা নিয়ে গতকাল দিনভর চলে নানা বিতর্ক। দল থেকে পেটের পীড়ার কথা বলা হলেও সংবাদ সম্মেলনে নুরুল হাসান বলেছিলেন ভিন্ন কথা। ভিন্ন কথা বলেছেন কোচ খালেদ মাহমুদ সুজনও। তার রেশ ধরেই বিতর্কের শুরু। পরে জানা যায় একটি বিজ্ঞাপনের শুটিং করতে যাওয়ায় মাঠে আসেননি সাকিব। আর এ সত্য আড়াল করা নিয়েই চলে সমালোচনা।
তবে দলের সঙ্গে নিয়ম মেনেই যোগ দিয়েছেন সাকিব। বিসিবির নিয়ম অনুযায়ী, বাবল থেকে বের হলে সেখানে ফিরতে করোনা নেগেটিভ হতে হবে। আর সেই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন সাকিব। ডেইলিস্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর ইসলাম, 'সাকিব ভাই বিসিবির কোভিড প্রটোকল মেনে হোটেলে ফিরেছেন। কাল রাতেই তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। তাতে নেগেটিভ হয়েছেন। আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।'
অথচ আগের দিন সাকিব কেন আসেননি জানতে চাইলে দলের ম্যানেজার সাব্বির খান উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন, পেটের পীড়ায় আক্রান্ত হওয়ায় আসতে পারেননি সাকিব।
আর ট্রফি নিয়ে ছবি তোলার পর গণমাধ্যমে হাজির হয়ে সোহান বলেন, 'ঐচ্ছিক অনুশীলন ছিল, আমরা অনুশীলন করেছি। আজ হয়তো জিম করছেন সে কারণে হয়তোবা আসতে পারেনি। তাই আমি এসেছে। আর এটা হচ্ছে পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার।'
পেটের পীড়ার ব্যাপারে জানতে চাইলে সোহান যোগ করেন, 'আসলে এটা ম্যানেজমেন্টের ব্যাপার। আমি যখন দেখেছিলাম সকালে উনি জিম করছিল।'
অন্যদিকে কোচ সুজন বলেন, 'আসলে তেমন কিছু না। কাল অনুশীলন করেছে। আজও জিম-টিম করেছে। আমি আসলে অনুশীলনের জন্য পুশ করি না সেভাবে। সে তার খেলাটা জানে। পুরো বিপিএল যদি দেখেন সাকিব ব্যাট করেছে তিন থেকে চারদিন। নিজের মতো করে কাজ করেছে। আজ বলল- "ভাল লাগছে না যাব না"। আমি বলেছি ঠিকাছে।'
এবারের বিপিএলে অবশ্য পূর্ণ বায়ো-বাবল রাখেনি বিসিবি। নতুন মডেল ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) মেনে চলেছে এ আসর। যা অনেকটা বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয়ের মতোই। তবে ততো কড়াকড়ি নয়। জরুরি প্রয়োজনে বাবলে থাকা কেউ যদি টিম হোটেল ছাড়েন, সেক্ষেত্রে তাকে ফিরতে হবে করোনা নেগেটিভ হয়ে।
Comments