টেম্পারিং নয়, নাকল বল করতে গিয়েছিলাম: বোপারা

Robi Bopara

খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং করে ধরা পড়ার পর শাস্তিও পেয়ে গেছেন সিলেট সানরাইজার্সের রবি বোপারা। তবে এই ইংলিশ ক্রিকেটার বলছেন, টেম্পারিং করেননি তিনি। তার নাকল বলের গ্রিপ দেখেই তৈরি হয়েছে বিভ্রান্তি।

গত সোমবার খুলনার বিপক্ষে ম্যাচে নখ দিয়ে বলের আকৃতি নষ্ট করেন বোপারা। আম্পায়াররা তা নজরে আনার পর ম্যাচেই তাৎক্ষণিকভাবে সিলেটকে ৫ রান জরিমানা করা হয়। পরে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও তিন ডিমেরিট পয়েন্টের শাস্তিও পেয়েছেন এই ক্রিকেটার।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের নবম ম্যাচে হেরে আসার পর বোপারা টেম্পারিং প্রসঙ্গে দিয়েছেন নিজের ব্যাখ্যা। জানিয়েছেন তিনি আসলে নাকল বল করতে গিয়েছিলেন, যেটা তৈরি করেছে ভুল বোঝাবুঝি, 'যেটা হয়েছে আমি নাকল বল করছিলাম।'

সংবাদ সম্মেলনেই একটি বল নিয়ে এসেছিলেন বোপারা। এরপর বল হাতে নিয়ে কয়েকটি গ্রিপ দেখান এই অলরাউন্ডার, 'কিছু সময় আমি এভাবে বল গ্রিপ করি, আবার কিছু সময় আরেকবারে করি। কখনো অফ কাটার করি। আর নাকল করতে হলে এভাবে (আঙুলের অগ্রভাগ দিয়ে বল ধরা) ধরতে হয়। এই গ্রিপ খুব সহজ না। বিশেষ করে ভেজা বলে। আপনাকে বলের ভাল অংশ ধরতে হবে যাতে আত্মবিশ্বাস আসে। না হলে বল হাত থেকে ছুটে যেতে পারে। কাজেই বলটা ঠিক জায়গায় ধরার ব্যাপার আছে। আমার মনে হয় এটা একটা ভুল ছিল, দুর্ভাগ্যজনক কিন্তু এটাই জীবন।'

তবে আম্পয়ারদের কাছে বল টেম্পারিং প্রমাণিত হওয়ায় ম্যাচ রেফারি দেবব্রত পাল তাকে তিন ম্যাচ নিষিদ্ধের শাস্তি দিয়েছিলেন। এই সাজার বিরুদ্ধে দ্রুতই আপিল করেন বোপারা। পরে বিপিএল টেকনিক্যাল কমিটি শাস্তি কমিয়ে ৭৫ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সিলেট পর্বের প্রথম দিনেই আচমকা মোসাদ্দেক হোসেন সৈকতকে সরিয়ে টসের আগে অধিনায়ক করা হয় বোপারাকে। অধিনায়কত্ব পাওয়ার প্রথম ম্যাচেই বল টেম্পারিং করে ধরা পড়েন তিনি।

টিভি পর্দায় দেখা যায় খুলনা টাইগার্সের বিপক্ষে ইনিংসের নবম ওভারে বল করতে এসে নখ দিয়ে বলের আকৃতি নষ্ট করছেন বোপারা। ওই ওভারের তৃতীয় বলের পরেই বিষয়টি নজরে আসে আম্পায়ারদের। বলে নখের আঁচড় পেয়ে তা হাতে নিয়ে পরীক্ষা করেন মাঠের দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রিগিত রামবুকভেলে। তাদের কাছে বলে বিকৃত স্পষ্ট হওয়ায় সিলেটকে ৫ রান পেনাল্টি করা হয়। বদল করা হয় বল।

নানান বিতর্কের সঙ্গে বিপিএলে সিলেট সানরাইজার্সের পারফরম্যান্সও মলিন। ৯ ম্যাচ খেলে তারা জিততে পেরেছে কেবল একটিতে। বৃষ্টিতে পেয়েছে আরও এক পয়েন্ট। প্লে অফের দৌড় থেকেও সবার আগে ছিটকে যায় সিলেট। বুধবার কুমিল্লার বিপক্ষে তাদের হার ৪ উইকেটে। দলের মতো নিজের পারফরম্যান্সও মলিন বোপারার। বাড়তি হিসেবে জড়ালেন টেম্পারিং বিতর্কেও।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

2h ago