ইমরুল নয়, কুমিল্লার হয়ে টস করলেন ডু প্লেসি
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলা আগের দিনই নিশ্চিত হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তাই আসরের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে একাদশে বদল এনেছে তারা। দেশি তারকাদের বিশ্রাম দিয়েছে দলটি। নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েস নেই। তার পরিবর্তে টস করলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসি।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সের মুখোমুখি হচ্ছে কুমিল্লা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। এরই মধ্যে হয়ে গেছে টস। সেসময়ই অধিনায়ক বদলের বিষয়টি নজরে আসে। নেতৃত্বের দায়িত্ব নিয়ে টস জিতেছেন ডু প্লেসি। তিনি বেছে নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
একাদশে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে কুমিল্লা। ইমরুলের পাশাপাশি একাদশে নেই লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, মুমিনুল হক ও শহিদুল ইসলাম।
আগের দিন একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। একপেশে লড়াইয়ে ৬৫ রানের বিশাল ব্যবধানে জিতেছিল কুমিল্লা। ১৮৯ রানের লক্ষ্য তাড়ায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা গুটিয়ে গিয়েছিল কেবল ১২৩ রানে।
বিপিএলের প্লে-অফের শেষ জায়গাটি দখল করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই খুলনার। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে আসরের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। খুলনা জিতলে বিদায় ঘণ্টা বেজে যাবে তামিম ইকবাল-মাশরাফি বিন মর্তুজার মিনিস্টার ঢাকার। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ৯।
খুলনা নেমেছে একাদশে দুটি বদল নিয়ে। বাদ গেছেন রনি তালুকদার ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তাদের পরিবর্তে ঢুকেছেন ফরহাদ রেজা ও আফগানিস্তানের নাভিন উল হক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
পারভেজ হোসেন ইমন, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মঈন আলী, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, নাহিদুল ইসলাম, সুনীল নারিন, শহিদুল ইসলাম, আবু হায়দার রনি।
খুলনা টাইগার্স:
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মেহেদী, ফরহাদ রেজা, নাভিন উল হক, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, নাবিল সামাদ।
Comments