সংকটকালে দেশকে ইতিবাচক খবর দিতে চায় শ্রীলঙ্কা দল
বাংলাদেশে এসে শ্রীলঙ্কা দল যখন প্রথম দিনের অনুশীলনে ব্যস্ত, তখনই খবর আসে পদত্যাগ করেছেন তাদের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা এখন আন্তর্জাতিকভাবে প্রতিদিনই নেতিবাচক খবরে আলোচনায়। এমন পরিস্থিতিতে দেশবাসীকে ইতিবাচক কিছু দিতে চায় তাদের ক্রিকেট দল।
গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার অর্থনীতি আছে বিপাকে। সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দেশটিতে চলছে জরুরি অবস্থা।
গণ আন্দোলনের মুখে সোমবার পদ ছাড়তে হয় প্রধানমন্ত্রী রাজাপাকসেকে। এমন পরিস্থিতি শ্রীলঙ্কা ঠিক সময়ে বাংলাদেশে আসতে পারবে কিনা তা নিয়েও সংশয় ছিল। তা দূর করে রোববার বাংলাদেশে পা রাখে তারা।
দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে জানালেন দেশের বিরূপ পরিস্থিতির প্রভাব ক্রিকেট দলের উপর সরাসরি পড়েনি, 'এখনো পর্যন্ত মনে হয় না এটা আমাদের আক্রান্ত করেছে। বেশিরভাগ ক্রিকেটার তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে। কয়েকমাস ধরেই তাদের অনুশীলন চলছিল। আমি এসবের (শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটের) কোন প্রভাব দেখিনি।'
ক্রিকেটারদের উপর সরাসরি প্রভাব না পড়লেও দেশটির মানুষ যে স্বস্তিতে নেই তা বলার অপেক্ষা রাখে না। দুঃসময়ে থাকা মানুষদের ইতিবাচক খবর দেওয়ার সেরা সুযোগ হিসেবে ক্রিকেটে সাফল্যের খুঁজে তারা। নাভিদ জানালেন তেমনটিই, 'দেশে এখন ভালো কোন খবর নেই। এটা আমাদের জন্য খুব ভালো হবে যদি এখান থেকে ইতিবাচক কিছু নেওয়া যায় তাহলে দারুণ হবে। আমরা চাই দেশের তরুণ প্রজন্মকে যেন উৎসাহ দেওয়া যায়।'
'আমার মনে হয় এটা আমাদের জন্য আন্তর্জাতিক খবরে আসার সেরা সুযোগ। আশা করছি ছেলেরা কিছু ইতিবাচক খবর দেশকে দিতে পারবে।'
Comments