মেন্ডিস-ম্যাথিউসের জুটিতে শ্রীলঙ্কার সেশন
ব্যাটিং বান্ধব উইকেটে নাঈম হাসানের ঝলক প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তবে দুই অভিজ্ঞ কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউসের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে হতাশায় পুড়তে হয়েছে মুমিনুল হকের দলকে।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত ২ উইকেটে ১৫৮ রান তুলেছে সফরকারীরা। তৃতীয় উইকেট জুটিতে মেন্ডিস-ম্যাথিউস মিলে তুলে ফেলেছেন ৯২ রান। দুজনেই ব্যাট করছেন ৫৪ রান নিয়ে। দ্বিতীয় সেশনে ৩২ ওভার ব্যাট করে লঙ্কানরা তুলেছে ৮৫ রান।
প্রথম সেশনে এক ওভারও বল করেননি সাকিব আল হাসান। দ্বিতীয় সেশনের শুরুতেও দেখা যায়নি তাকে। সাকিব বল করতে আসেন ৩৫ ওভারের পর। এরপর ১০ ওভার বল করে মাত্র ৫ রান দিয়েছেন তিনি।
আগের সেশনে ২৮ রানে ২ উইকেট নেওয়া নাঈমকে মেন্ডিস-ম্যাথিউস আর থিতু হতে দেননি। ওভারপ্রতি সাড়ে চারের মতো রান দিয়েছেন তিনি। সাকিবের মতো ব্যাটসম্যানদের আটকে রাখার কাজ করেছেন তাইজুল ইসলামও। তবে উইকেট নেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারেননি। সেশনের শেষ দিকে বল করে সফল হননি খালেদ আহমদ।
পুরো সেশনেই পুরো নিয়ন্ত্রণ নিয়ে ব্যাট করতে দেখা গেছে লঙ্কান ব্যাটারদের। কোন রকম অস্থিরতায় না ভুগে এগিয়ে চলেছেন তারা।
Comments