মুশফিকের রিভার্স সুইপে সমস্যা নেই কোচের তবে…

Russell Domingo & Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

পোর্ট এলিজাবেথ টেস্টে লাঞ্চ বিরতির ঠিক আগে ফলোঅনে থাকা অবস্থায় অবিশ্বাস্য এক রিভার্স সুইপে আত্মাহুতি দিয়েছিলেন মুশফিকুর রহিম। পরিস্থিতির বিপরীতে গিয়ে দায়িত্বজ্ঞানহীন সেই শটের সমালোচনা হয়েছিল তুমুল। এই শট আবারও খেলতে পারেন তিনি। তাতে কোন সমস্যা দেখছেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে তার প্রশ্ন এমন শট খেলার আদর্শ পরিস্থিতি কি বাছতে পারছেন ব্যাটাররা?

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের আগেও তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের রিভার্স সুইপের অনুশীলন করতে দেখা গেছে। ম্যাচেও তাদের এই শট খেলতে দেখা যেতে পারে।

শুক্রবার দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান, কোন শটে কোন আসলে সমস্যা নেই। কিন্তু সেই শটের পেছনে চিন্তা, পরিস্থিতির দাবিটা আগে জানা দরকার,  'আপনি যদি ওপেনিং ব্যাটসম্যানকে বলেন কাভার ড্রাইভ খেললে আউট হবে,  কাভার ড্রাইভ খেলা বা মিড উইকেট দিয়ে মারলে এলবিডব্লিউ হবে বলে তা কি বন্ধ করে দেবেন?  যদি কোন শটে আপনার আত্মবিশ্বাস থাকে, বিশ্বাস রাখেন। যদি জানেন এটা ভালো অপশন। তাহলে খেলেটা কোন সমস্যা না। আমার মনে হয় খেলার সময়টা বোঝা গুরুত্বপূর্ণ। কখন আপনি শটটা খেলবেন? কেন আপনি খেলবে? এটা কি ফিল্ডিং পজিশনকে মেনিপুলেট করছে?'

'সে (মুশফিক)  দুর্দান্ত রিভার্স সুইপ খেলে। এভাবে সে অনেক রান করেছে। আপনি যদি বাঁহাতি ব্যাটার হন, তাহলে প্রথম ২০-৩০ বলে কাভার ড্রাইভ খেললে ঝুঁকি থাকবে। আপনি যদি ৫০-৬০ রান করে এটা খেলেন তাহলে ঠিকাছে।'

রিভার্স সুইপে মুশফিককে কোচ সফল বললেও পরিসংখ্যান দিচ্ছে ভিন্ন ছবি।  ২০২১ সালের জানুয়ারি থেকে সব সংস্করণ মিলিয়ে এই নিয়ে চারবার রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন মুশফিক। গত বছর তিনি বলেছিলেন এটা তার প্রিয় শট, কিন্তু এই শট খেলে খুব বেশি বাউন্ডারি মারতে পারেননি তিনি। এই সময়ে ১৮ বারের চেষ্টায় রিভার্স সুইপে কেবল দুই বাউন্ডারি এসেছে মুশফিকের ব্যাটে।

চট্টগ্রামে লঙ্কান স্পিনারদের পরিকল্পনা এলোমেলো করে দিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে আসতে পারে রিভার্স সুইপ, স্কুপ শট। কিন্তু এসব শট তারা কোন সময়, ম্যাচের কেমন পরিস্থিতিতে খেলছেন তা দেখার বিষয়।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

6h ago