ব্যাটে বল লাগার আওয়াজ পাননি, রিপ্লে দেখে অবাক ম্যাথিউসও!
খালেদ আহমেদের বলে আউটসাইড এজড হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু শ্রীলঙ্কার ইনিংসের ৯৪তম ওভারে মাঠের কেউই সেটা টের পাননি। আল্ট্রা এজ টেকনোলজিতে সেটা ধরা পড়ে বেশ খানিকটা পর। দিনের খেলা শেষে ম্যাথুউস জানালেন, তিনি নিজেও টের পাননি। নাঈম হাসান জানান, কোন শব্দ পায়নি বাংলাদেশ দল।
তখন ১১৯ রানে ব্যাট করছিলেন এই ডানহাতি। দিনের খেলার ছিল সেটা কেবলই চতুর্থ ওভার। খালেদের অফ স্টাম্পের বাইরের বল ঠেকাতে গিয়ে পরাস্ত হন ম্যাথিউস। কেবলই একটি ভালো বল ভেবে কোন আবেদনের দিকে যায়নি বাংলাদেশ।
দুই ওভার পর রিপ্লে ফুটেজে ধরা দেয় ম্যাথুউসের ব্যাটে বল লাগার চিত্র। তখন আর তা শোধরানোর পথ ছিল না। ইনিংসের একদম শেষ ব্যাটসম্যান হিসেবে পরে ম্যাথুউস আউট হন ১৯৯ রান করে। শ্রীলঙ্কা থামে ৩৯৭ রানে।
দিনের খেলা শেষে কথা বলতে এসে সেই মুহূর্ত নিয়ে ম্যাথিউস জানান, তিনিও রিপ্লে দেখে হয়েছিলেন বেশ অবাক, 'আসলে না( বুঝতে পারিনি)। আমি নিজেও অবাক। আমি শুনতে পাইনি, আমি লিটনকে জিজ্ঞেস করেছি। আমিও শুনিনি, লিটনও শুনেনি। কেউ শুনতে পায়নি। কিন্তু এরকম কিছু হয়ে যায়। আমি ভেবেছিলাম আমি এজড হয়েছিলাম বাঁহাতি স্পিনারের (তাইজুল ইসলাম) বলে। পরে দেখা গেল সেটা ব্যাটে লাগেনি। এরকম কিছু মুহূর্ত থাকে।'
তাইজুলের বলের ঘটনার সময় ৩৮ রানে ছিলেন ম্যাথিউস। কট বিহাইন্ডের জোরালো আবেদনে সাড়া দিয়ে ম্যাথিউসকে আউট দিয়েছিলেন আম্পায়ার। তাৎক্ষণিক রিভিউ না নিয়ে কিছুটা ভেবে সিদ্ধান্ত নেন তিনি। আল্ট্রা এজ টেকনোলজি জানায়, ব্যাটে বল লাগেনি ম্যাথিউসের। বেঁচে যান তিনি। তবে শুরুতে তার মনে হয়েছিল ভিন্ন।
৬ উইকেট নেওয়া নাঈম হাসানও সংবাদ সম্মেলনে এসে জানান, মাঠে তারা কেউই কোন শব্দ পাননি, 'আসলে ওটার (খালেদের বলে) সাউন্ডই পাই নাই আমরা। ওটা লাগছে শিওর ছিলাম না। বাইরে থেকে মনে হয় অনেক সহজ রিভিউ নেওয়া। কিন্তু যারা মাঝখানে থাকে তাদের জন্য কঠিন। কারণ একটা বল যেতে তো বেশি সময় লাগে না। মিলি সেকেন্ডের ভেতরে বল চলে যায়। ম্যাথিউসের যেটা বলছেন, কেউ বুঝি নাই, সাউন্ডই হয় নাই।'
ম্যাথিউস ও বাংলাদেশ দলের মতো ধারাভাষ্যকাররাও জানান ব্যাটে বল লাগার আওয়াজ আসেনি তাদের কানেও। ডিসিশন রিভিউ সিষ্টেম (ডিআরএস)'র জন্য ব্যবহৃত আল্ট্রা এজড টেকনোলজি, বল ট্রেকিং শতভাগ নিখুঁত বলেন না অনেক ক্রিকেটার। প্রযুক্তিরও ভুল থাকা তাই অস্বাভাবিক নয়।
Comments