বাংলাদেশে এসে কেউ জিতে যাবে, বিশ্বাসই হয় না বিসিবি প্রধানের

Nazmul Hasan Papon
ফাইল ছবি

কক্সবাজারে একটি অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওয়ানা হয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। যাত্রাপথে চট্টগ্রামে নেমে তিনি প্রবেশ করেন রেডিসন হোটেলে। সেখানে বাংলাদেশ দলের সঙ্গে সভা শেষে বেরিয়ে জানান, তার মনেই হয় না ঘরের মাঠে বাংলাদেশ হারতে পারে।

শুক্রবার সকালে টিম হোটেলে প্রবেশের পর সুখবর পান বিসিবি প্রধান। তিনটি কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল আসে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানের। এদিন সন্ধ্যার ফ্লাইটেই চট্টগ্রামে দলে যোগ দেবেন তিনি। তবে তার খেলা না খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষার উপর।

সাকিব খেলুন বা না খেলুন, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের হারার কারণই খুঁজে পাচ্ছেন না বোর্ড প্রধান। টিম হোটেল থেকে বেরিয়ে গণমাধ্যমকে বলেন, তার বিশ্বাস জয় আসবে স্বাগতিকদের পক্ষে,  'সাকিব খেলবে কিনা আমি জানি না। সাকিব খেললে সাহস ত বেশি হয়। আমার মনে হয় না কোন দেশ বাংলাদেশে এসে জিতে যাবে। এটা আমার বিশ্বাসই হয় না। তাদের আমাদের হারানো উচিত। এবং আমরা পারব।' 

নিজের বিশ্বাসের কথা বড় করে বললেও টেস্টে শ্রীলঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান বেশ নাজুক। ২২ টেস্ট খেলে তাদের বিপক্ষে আছে মাত্র এক জয়। ১৭ হারের সঙ্গে চার ড্র। লঙ্কানদের বিপক্ষে একমাত্র জয়টাও এসেছিল প্রতিপক্ষের মাঠে।

২০১৮ সালে বাংলাদেশের মাটিতে দুদলের সর্বশেষ টেস্ট সিরিজও জিতে ফিরেছিল লঙ্কানরা।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago