পাঁচশোর বেশি রান করতে চায় শ্রীলঙ্কা
দিনশেষে স্কোর বোর্ডে ৪ উইকেটে ২৫৮। স্বস্তি থেকে শ্রীলঙ্কা দেখতে পারে বড় রান। অনায়াসে ছুটতে পারে সেদিকে। ফিফটি করা ব্যাটার কুশল মেন্ডিস জানালেন, উইকেট অনুযায়ী খেলে তারা পুঁজি ছাড়িয়ে নিয়ে যেতে চান পাঁচশোর বেশি।
রোববার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ভাল বল করেও ম্যাচের লাগাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে সফরকারীরা।
উইকেট ব্যাট করার জন্য এখনো বেশ ভালো হওয়ায় তা থেকে বড় সংগ্রহ আশা করছে শ্রীলঙ্কা। এদিন প্রথম সেশনে ৬৬ রানে ২ উইকেট হারানোর পর ম্যাথিউসের সঙ্গে ৯২ রানের জুটি পান মেন্ডিস। তাদের ঝলকে দ্বিতীয় সেশনে কোন উইকেট হারায়নি লঙ্কানরা। তিনে নামা মেন্ডিস ১৩১ বলে তিন চারে করেন ৫৪।
দিনশেষে সংবাদ সম্মেলনে এসে এই ব্যাটার জানান তাদের লক্ষ্যের কথা, '২৫৮ রানে শেষ করা প্রথম দিন শেষে খুব ভাল পুঁজি। আমার মনে হয় চারশো বা পাঁচশো রানের বেশি করতে হবে। পাঁচশো রানের বেশি করতে চাই আমরা।'
তবে এদিন বিরুদ্ধ পরিস্থিতিতেও বাংলাদেশের বোলাররা যে তাদের ভালোই চাপে রেখেছিলেন তাও বলেন মেন্ডিস, 'ওপেনাররা ভাল শুরু করেছিল। দুইকেট পড়ার পর আমি আর অ্যাঞ্জেলো ভাল খেলেছি। খুব ভাল উইকেট। আমার মনে হয় তারা ভাল বল করেছে। অ্যাঞ্জেলো খুব ভাল খেলেছে।'
'তাইজুল এবং অফ স্পিনার (নাঈম) ভাল বল করেছে। কিছুটা টার্ন পাচ্ছিল। তারা উইকেট টু উইকেট বল করেছে। আমরা বড় শট বেশি খেলতে পারছিলাম না।'
Comments