তামিম-জয়ের ব্যাটে বাংলাদেশের দুর্দান্ত সেশন
ব্যাট করার জন্য ভীষণ ভালো উইকেটে চেনা ঢঙে দ্যুতিময় তামিম ইকবাল। একবার জীবন পেলেও বাকিটা সময় মাহমুদুল হাসান জয় ছিলেন ধীরস্থির। এই দুজনের জুটিতে কোন উইকেট না হারিয়ে দারুণ এক সেশন পার করল বাংলাদেশ।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে স্বাগতিকরা। এই সেশনে ২৮ ওভার খেলে বাংলাদেশ তুলেছে ৮১ রান। দশম সেঞ্চুরির কাছে থাকা তামিম অপরাজিত আছেন ৮৯ রানে। ৫৮ রান নিয়ে ক্রিজে আছেন জয়। হাতে সবগুলো উইকেট নিয়ে লঙ্কানদের চেয়ে ২৪০ রানে পিছিয়ে আছে মুমিনুল হকের দল।
আগের দিন বিকেলে নেমে ওয়ানডে গতিতে রান আনছিল বাংলাদেশ। সহায়ক উইকেট দেখে তামিম ও জয় এদিনও থাকলেন সড়গড়।
তামিমের ব্যাট থেকে বেরুলো দ্যুতিময় কিছু বাউন্ডারি। জয় ছিলেন স্থির। লঙ্কান বোলাররা এই দুজনের সামনে কোন জায়গায় খুঁজে পাচ্ছিলেন না। দ্রুতই বাড়ছিল রান।
প্রথম ঘন্টায় ১৪ ওভার খেলেই ওভারপ্রতি চারের বেশি নিয়ে ৫৮ রান তুলে ফেলে বাংলাদেশ। যার বেশিরভাগটাই নেন তামিম।
৩৫ রান নিয়ে দিন শুরু করা তামিম ফিফটি করতে নেননি একদম সময়। টেস্টে ৩২তম ফিফটিতে পৌঁছান ৭৩ বল খেলে।
বিশ্ব ফার্নান্দোর বল প্লেসমেন্ট, স্কয়ার কাটে অনায়াসে সীমানা ছাড়া করেন। স্পিনাররা বল রাখতে পারছিলেন না জায়গায়। লেগ স্টাম্পের বাইরে বল সীমানা পার হচ্ছিল বিদ্যুৎ গতিতে।
সেশনের শেষ দিকে লঙ্কানদের সুযোগ দিয়েছিলেন জয়। আসিতা ফার্নান্দোর বাউন্সারে পুল করে ক্যাচ দিয়েছিলেন ফাইন লেগে। সহজ সেই ক্যাচ হাতে জমাতে পারেননি লাসিথ এম্বুলদেনিয়া। বাকিটা সময় নিজেকে সামলে নিয়ে ক্রিজ আঁকড়ে পড়ে থাকার দিকে মন দেন তিনি।
Comments