তাদের চাওয়াও অপূরণ রাখলেন না ডোনাল্ড

Allan Donald
নেট বোলারদের পরামর্শ দিচ্ছেন অ্যালান ডোনাল্ড। ছবি: ফিরোজ আহমেদ

সেন্টার উইকেটে যখন টেস্ট দলের পেসাররা বল করছিলেন, তাদের দেখভালের পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে এক নেট বোলারকে সময় নিয়ে সিম পজিশন দেখিয়ে যাচ্ছিলেন অ্যালান ডোনাল্ড। অনুশীলন শেষ করে যখন তার গণমাধ্যমে হাজির হওয়ার কথা, সেই সময়টাও প্রলম্বিত হলো নেট বোলাররা ঘিরে ধরায়। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তিকে পেয়ে অনেক প্রশ্ন উঠতি তরুণদের। ডোনাল্ডও অবলীলায় নিজের কাজের বাইরে গিয়ে হয়েছে উদার।

নেট বোলারদের হাত থেকে ছাড়া পেয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বেশ খানিকটা তাই দেরিই হয়ে গেল বাংলাদেশের পেস বোলিং কোচের।

কী সেসব কথা, জানতে চাইলে তিনি জানান তরুণ ছেলেদের প্রশ্ন তাকে রীতিমতো আনন্দিতই করেছে।  'এমনিতে আমরা এইচপি ধাপ পর্যন্ত কথা বলি। জেমি সিডন্স আর শেন ম্যাকডারমট তো টেস্ট ম্যাচের পরেও এইচপি তরুণদের নিয়ে কাজ করবেন। সুযোগ পেলে এরকম আরো নিচের দিকেও কথা বলা যায়। এটা খুব ভাল ছিল কারণ এক বোলার আমার কাছে জানতে চাইল ফ্লাট উইকেটে কেমন বল করতে হবে। ফ্লাট উইকেটে বল করা নিয়ে আমার চিন্তাটা কি? এই প্রশ্নগুলো দারুণ। তাদের সঙ্গে সময় কাটানো দারুণ ব্যাপার। তারা জানতে চায় '

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সারাদিনই ব্যস্ততায় পার হয়েছে ডোনাল্ডের। টেস্ট স্কোয়াডেই আছেন পাঁচ পেসার। তাদের প্রত্যেককে আলাদা সময় দিতে গেলেও অনেকটা সময়ের দরকার। এর বাইরেও এক ঝাঁক নেট বোলারদের আবদার ফেলতে পারেননি তিনি।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago