টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই ইবাদত
ভীষণ গুরুত্বপূর্ণ টসটা হেরে গেলেন মুমিনুল হক। রানেভরা উইকেট দেখে টস জিতে নির্দ্বিধায় আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিততে পারলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ একাদশে বড় চমক নিউজিল্যান্ডে স্মরণীয় জয় এনে দেওয়া ইবাদতের না থাকা। এই পেসারেকে বসিয়ে শরিফুল ইসলাম ও খালেদ আহমদকে নিয়ে নেমেছেন মুমিনুলরা।
সাকিব আল হাসানের খেলা নিশ্চিত হওয়ায় দলের সমন্বয় করা অবশ্য হয়েছে সহজ। পাঁচ বোলার রেখেও সাত ব্যাটসম্যান খেলাতে পারছে স্বাগতিকরা। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাদের জায়গা করে দিতে একাদশে ঠাঁই হয়নি ইয়াসির আলি রাব্বির।
শ্রীলঙ্কা একাদশে দুই পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার। সেইসঙ্গে আছেন স্পিন অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা। স্পিন আক্রমণে বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার সঙ্গে আছেন রমেশ মেন্ডিস।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও খালেদ আহমদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, ওসাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, নিরোশান ডিকভেলা, লাসিথ এম্বুলদেনিয়া, আসিতা ফার্নেন্দো ও বিশ্ব ফার্নেন্দো।
Comments