ছিটকে গেলেন বিশ্ব, কনকাশন বদলি রাজিতা
আগের দিন ব্যাট করার সময় মাথায় আঘাত পেয়েছিলেন বিশ্ব ফার্নান্দো। ব্যাটিংয়ে কিছুটা সময় অবসর নেওয়ার পর ফিরেছিলেন। তবে বোলিংয়ে নেমেছিলেন শুরু থেকেই। ৮ ওভার বল করার পর আর ম্যাচে থাকতে পারলেন না।
শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট বিশ্বকে সরিয়ে কনকাশন বদলি হিসেবে চট্টগ্রাম টেস্টে কাসুন রাজিতাকে নামিয়েছে। মাথায় পরীক্ষা করতে তাকে নেওয়া হচ্ছে হাসপাতালেও।
দ্বিতীয় দিন বিকেলে বাংলাদেশের ইনিংসে চার ওভার বল করেন বাঁহাতি বাঁহাতি পেসার বিশ্ব। মঙ্গলবার তৃতীয় দিন সকালেও তাকে আরও চার ওভার বল করতে দেখা গেছে। তবে বোলিংয়ে একদম সুবিধা করতে পারেননি। ৮ ওভার বল করে ওভারপ্রতি ৫.২৫ করে ৪২ রান বিলিয়েছেন বিশ্ব।
সোমবার ম্যাচের দ্বিতীয় দিনে ৩২৫ রানে ৮ উইকেট পড়ার পর ব্যাট করতে নামেন বিশ্ব। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ১৪৭ বলে গড়েন ৪৭ রানের জুটি। এই জুটির সময় শরিফুল ইসলামের এক বাউন্সার ডাক করতে গিয়ে মাথায় আঘাত পান তিনি। দ্রুতই উঠে দাঁড়িয়ে ব্যাট করেছেন আরও কিছুক্ষণ। চা-বিরতির পর আহত অবসরে যান তিনি। এগারো নম্বরে নামা আসিতা ফার্নান্দো আউট হলে আবার ব্যাট করতে ফেরেন বিশ্ব। শেষ ব্যাটার হিসেবে ম্যাথিউস আউট হওয়ার আগে খেলেন আরও ৭ বল।
মাথায় আঘাতের পর ব্যাটিং-বোলিং দুটো করলেও সতর্কতার অংশ হিসেবে তার আর ম্যাচে খেলাচ্ছে না লঙ্কানরা। হাসপাতালে নিয়ে করা হচ্ছে এমআরআই স্ক্যান।
শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাব দিতে নেমে ব্যাটিং সহায়ক উইকেটে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় দলের সংগ্রহ ছাড়িয়ে নিয়েছে গেছেন দেড়শো।
Comments