‘আমার রোবট হতে হবে, এছাড়া বিকল্প নেই’
মাঠের আম্পায়ারের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানাতে গিয়ে প্রায়ই গড়বড় করে ফেলে বাংলাদেশ দল। ভুল রিভিউ নেওয়া, কিংবা যে রিভিউ নেওয়া দরকার ছিল সেটা না নেওয়ার ঘটনা দেখা যায় অহরহ। তবে এই সমস্যা থেকে বের হওয়ার কোন পথ হাতের কাছে পাচ্ছেন না মুমিনুল হক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও একাধিকবার রিভিউ না নিয়ে পরে রিপ্লে দেখে হতাশায় পুড়েছে বাংলাদেশ। আবার কখনো ভুল রিভিউ ছিল অস্বস্তির কারণ।
টেস্ট ম্যাচে অধিনায়ক মুমিনুল সাধারণত মিড অন বা মিডঅফে থাকেন। এই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে এলবিডব্লিউ হয়েছে কিনা বোঝা খুবই মুশকিল। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠলে এক ধরণের অসহায়ত্ব দেখা যায় তার কণ্ঠে, 'ফাজলামো করে যদি বলি- আমার রোবট হতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আমার কাছে মনে হয় বোলার আর কিপারের ভিউটা সবচেয়ে ভালো থাকে। ওরা যদি ভালো ফিডব্যাক দেয়। আমি হয়ত মিড অফে থাকি। কিপার আর বোলার ভালো ফিডব্যাক দিলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়।'
তবে এক্ষেত্রেও রিভিউর সফলতাগুলো দেখে তাদের বিচার করার অনুরোধ অধিনায়কের, 'আমি আগেও অনেক রিভিউয়ে সফল হয়েছি। আমার মনে হয় মাঝেমাঝে এগুলোও আপনাদের দৃষ্টি দেওয়া উচিৎ। মাঝেমধ্যে হয়ত হয় না। শুধু আমি না, বিশ্বের সব অধিনায়কই এটার সম্মুখীন হয়। এজন্য আমার কিছু সাপোর্টও দরকার।'
Comments