অন্য কোন কিছু নিয়ে উদ্বিগ্ন নন মুশফিক

Mushfiqur Rahim
মুশফিকুর রহিমের পরিশ্রমে কোন খামতি নেই। ছবি: ফিরোজ আহমেদ

টিম ম্যানেজমেন্টের চাওয়ায় টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমের ক্যারিয়ারের যতি পড়ে যাচ্ছে কিনা, এই নিয়ে একটি আলোচনা জোরালো হচ্ছে। তবে ব্যাটিং কোচ জেমি সিডন্স জানালেন, এই সময়ে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ছাড়া বাদ বাকি কোন কিছু নিয়েই ভাবছেন না এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

সম্প্রতি কোচিং স্টাফদের নিয়ে এক সভা শেষে বেরিয়ে মুশফিকের ক্যারিয়ারের পরিকল্পনা বোর্ড দ্রুত জানতে চায় বলে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এরপরই মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আলোচনা তৈরি হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 'বাদ' পড়েছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে পরের সিরিজেই আবার তাকে ফেরানো হয়েছিল।

চলতি বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিক থাকছেন কিনা এই নিয়ে প্রশ্ন আছে। তবে সেই প্রশ্ন দূরেই রাখছেন সাবেক অধিনায়ক।

সম্প্রতি টেস্টেও যে মলিন মুশফিকের ব্যাট। দক্ষিণ আফ্রিকা সফরে এক ফিফটি পেলেও বাকি সব ইনিংসে ছিলেন ব্যর্থ। পরিস্থিতির দাবির বিপরীতে শট খেলে আউটে সমালোচনায়ও পড়েছিলেন। গত ৯ টেস্ট ইনিংসে তার ফিফটি কেবল একটি, ২০২০ ফেব্রুয়ারির পর নেই কোন সেঞ্চুরি।

চট্টগ্রামে মঙ্গলবার অনুশীলন সেরে সিডন্স জানান, আপাতত টেস্টে রানে ফেরার পথ নিয়েই সব মনোযোগ মুশফিকের,  'আমার মনে হয় মুশফিক কেবল পরের দুই টেস্ট নিয়েই ভাবছে। সে ক্যারিয়ারের অন্য কোন সংস্করণ নিয়ে এখন উদ্বিগ্ন নয়। সে দুই টেস্টে কীভাবে রান করবে সেই চিন্তাই করছে। সে সাদা বলেন অনেক সফল। ভালো খেলোয়াড়রা যখন রান পায় না তখন কেবল সময়ের অপেক্ষা করতে হয়, তারপরই ঠিকই ফিরে আসে। এই কারণেই তারা সেরা খেলোয়াড়। টেস্ট মুশফিক খুবই সফল। সে রান করে বরাবর। দক্ষিণ আফ্রিকায় হয়ত ভাল যায়নি, কিন্তু ঠিকই রানে ফিরবে।'

Comments

The Daily Star  | English

Khaleda acquitted in Zia Charitable Trust graft case

The HC scraped the trial court verdict that sentenced Khaleda and two others in the same case.

37m ago