বাংলাদেশের লক্ষ্য ১২৯ রান
দ্বিতীয় ম্যাচে বেশ লড়াই করেও অল্পের জন্য জিততে পারেনি নিউজিল্যান্ড। তাই সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই তাদের। এমন ম্যাচে মাহমুদউল্লাহর দলকে কন্ডিশন বিচারে চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে তারা। আর প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১২৯ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৮ রান তুলে নিউজিল্যান্ড।
উইকেট যথারীতি এদিনও মন্থর। তবে সেখানে শুরুটা আগ্রাসী ঢঙেই করে নিউজিল্যান্ড। করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে এদিন একাদশে সুযোগ পেয়েই হাত খুলে ব্যাট চালানোর চেষ্টা করেন ওপেনার ফিন অ্যালেন। তাতে প্রথম দুই ওভারেই কোনো উইকেট না হারিয়ে ১৬ রান তোলে দলটি।
তা দেখেই হয়তো এদিন বোলিংয়ে কিছুটা আগেভাগে মোস্তাফিজুর রহমানকে আনেন মাহমুদউল্লাহ। আর অধিনায়কের আস্থার প্রতিদান দেন মোস্তাফিজ। প্রথম বলেই ওপেনার অ্যালেনকে ফেরান তিনি। তার ফুলার লেংথের স্লোয়ার বুঝতে না পেরে মিডঅনে ক্যাচ তুলে দেন অ্যালান।
দ্বিতীয় উইকেট জুটিতে উইল ইয়াংকে দলের হাল ধরেন আরেক ওপেনার রাচিন রবীন্দ্র। ৩০ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিতও দিচ্ছিলেন তারা। এ জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইয়াংকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এক বল পর কলিন ডি গ্রান্ডহোমকেও এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন সাইফউদ্দিন। দুইজনই রিভিউ নিয়েছিলেন। তবে লাভ হয়নি।
৪৬ রানে দুই উইকেট হারানো নিউজিল্যান্ড স্কোরবোর্ডে ১২ রান যোগ করতে সেট ব্যাটসম্যান রবীন্দ্রকেও হারায়। তাকে বোল্ড করে দেন মাহমুদউল্লাহ। আরও চাপে পড়ে যায় সফরকারীরা। এ অবস্থায় অধিনায়ক লাথামের দিকে তালিয়ে ছিল কিউইরা। কিন্তু হতাশ করেন তিনিও। আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান এদিন ফিরেছেন ব্যক্তিগত ৫ রানেই। শেখ মেহেদী হাসানের বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক।
৬২ রানে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়া দলকে উদ্ধারকে করেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। গড়েন অবিচ্ছিন্ন ৬৬ রানের দারুণ এক জুটি। যা চলতি সিরিজেই তাদের সর্বোচ্চ। আর এ জুটিতে ভর করেই লড়াকু সংগ্রহ তুলে নেয় দলটি। বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং লক্ষ্য।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন নিকোলস। ২৯ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৩০ বলে ৩টি চারের সাহায্যে অপরাজিত ৩০ রানের দারুণ ইনিংস খেলেন ব্লান্ডেল। এছাড়া রবীন্দ্র ও ইয়াং দুইজনই ২০ বলে ২০ রান করে করেন।
বাংলাদেশের পক্ষে ২৮ রানের খরচায় ২টি উইকেট পেয়েছেন সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১২৮/৫ (অ্যালেন ১৫, রাচিন ২০, ল্যাথাম ৬৫*, ইয়াং ২০, ডি গ্র্যান্ডহোম ০, ল্যাথাম ৫, নিকলস ৩৬*, ব্লান্ডেল ৩০*; মেহেদি ১/২৭, নাসুম ০/১০, মুস্তাফিজ ১/২৯, সাকিব ০/২৪, সাইফ ২/২৮, মাহমুদউল্লাহ ১/১০)
Comments