ফের টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত

ছবি: বিসিবি

আগের ম্যাচের মতো আবারও টস ভাগ্য পক্ষে এলো না মাহমুদউল্লাহ রিয়াদের। টস হেরে তাই ফের  আগে ফিল্ডিংয়ে পেয়েছে বাংলাদেশ। টানা চতুর্থ ম্যাচে স্বাগতিকদের একাদশেও আসেনি কোন বদল। 

বাংলাদেশ একই একাদশ খেলালেও নিউজিল্যান্ড তাদের একাদশে এনেছে দুই বদল। পেসার স্কট কুগলেইনের বদলে একাদশে ফিরেছেন ব্লেয়ার টিকনার, জ্যাকব ডাফির জায়গায় এসেছেন হামিশ বেনেট।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটিতে জিতেছিল মাহমুদউল্লাহর দল। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হারিয়ে দেয় কিউইরা। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার মিশন টাইগারদের। সফরকারীরা চাইবে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে নিয়ে যেতে। 

আগের তিন ম্যাচের মতো মিরপুরের উইকেট কেমন আচরণ করবে এই নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন দুই দলই। মন্থর উইকেটে কম রানের ম্যাচে সব সময়ই রান তাড়া হয় কঠিন। বাংলাদেশের সামনে এই ম্যাচেও তাই থাকছে কঠিন চ্যালেঞ্জ। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাককনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার  ও হামিশ বেনেট।

Comments

The Daily Star  | English

Govt to form independent board to run Nagad: finance adviser

The decision came from a high-level meeting of the interim government

20m ago