প্রথম সেশনে মন্থর রানের চাকা, পড়ল ২ উইকেট
আগের দিন বাংলাদেশের প্রথম কোন ওপেনার হিসেবে নিউজিল্যান্ডে দুইশোর বেশি বল খেলে দৃঢ়তা দেখিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তৃতীয় দিন সকালে ছটফট করতে থাকলেন তিনি। এবার তার প্রতিরোধ তাই ভেঙ্গে দেন নেইল ওয়েগনার। দৃঢ়তা দেখিয়ে লাঞ্চের আগে ফেরেন মুশফিকুর রহিমও।
মাউন্ট মাঙ্গানুইতে তৃতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশ খেলেছে মন্থর গতিতে। লাঞ্চের আগে ২৬ ওভারে খেলে ৪৫ রান তুলতে হারিয়েছে দুই উইকেট। ৪ উইকেটে ২২০ রান করে লাঞ্চ বিরতিতে গেছে মুমিনুল হকের দল। লিড নিতে হলে এখনো করতে হবে ১০৮ রানের বেশি।
৯৮ বল খেলে ১৭ রান করে ক্রিজে আছেন অধিনায়ক মুমিনুল। ১৭ বলে ১২ করে তার সঙ্গী লিটন দাস।
আগের দিনের ২ উইকেটে ১৭৫ রান নিয়ে নেমে আর ৯ রান যোগ করেই আরেক উইকেট হারায় বাংলাদেশ। চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখানো জয় অবশেষে কাবু হন ওয়েগনারের বলে। অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বলে ব্যাট লাগিয়ে গালিতে ধরা দেন তিনি। ২২৮ বলে থামে তার ৭৮ রানের ইনিংস।
ক্রিজ আঁকড়ে পড়েছিলেন মুমিনুল, তার সঙ্গে যোগ দিয়ে একই ধরণ নেন মুশফিকও। স্কোরবোর্ড তাই আর নড়ছিল না। প্রথম ঘণ্টায় মাত্র ১ রান করেন মুমিনুল, মুশফিক করেন ৭।
থিতু হতে বাড়তি সময় নিয়েও লাভ হয়নি মুশফিকের। নতুন বল হাতে নিয়েই তাকে ফেরায় নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্টের বলে ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন ৫৩ বলে ১২ রান করা মুশফিক। এরপর লিটন নেমে দ্রুত দুই চারে পৌঁছান দুই অঙ্কে।
Comments