‘নতুন বলে এই উইকেটে ব্যাট করা অনেক কঠিন’
মন্থর ও টার্নিং উইকেটে অস্ট্রেলিয়া সিরিজ থেকেই ভুগছেন ব্যাটসম্যানরা। বিশেষ করে উদ্বোধনী জুটি থেকে রান আসছিলই না। সেই খরা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কন্ডিশনের বিচারে দারুণ শুরু এনে দেন লিটন দাস ও নাঈম শেখ। অধিনায়ক মাহমুদউল্লাহ প্রশংসায় ভাসালেন দুজনকেই।
শুক্রবার আগে ব্যাট করে বাংলাদেশ করে ১৪১ রান। উদ্বোধনী জুটিতেই আসে ৫৯। লিটন দাস ২৯ বলে ৩৩ করে ফিরে যাওয়ার পর ৩৯ বলে ৩৯ করে থামেন নাঈম।
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ধরলে গত ৭ ম্যাচে এদিন মিরপুরের উইকেট ছিল সবচেয়ে ভালো। তবে তাও আদর্শ টি-টোয়েন্টির মতো নয়। রান বের করতে হলে এগুতে হতো উইকেটের ভাষা বুঝে।
বাংলাদেশের রান টপকাতে গিয়ে দারুণ জবাব দেয় কিউইরাও। টম ল্যাথামের ৪৯ বলে ৬৫ রানের ইনিংসে ভর করে ম্যাচ জমিয়ে শেষ পর্যন্ত ৪ রানে হারে তারা।
রোমাঞ্চকর এই জয় পাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক কৃতিত্ব দিলেন দুই ওপেনারকে, 'নতুন বলে ব্যাটিং করাটা অনেক কঠিন, এই উইকেটে। যখন বলের সিম শক্ত থাকে, ওই সময় বেশ বাউন্স হয়, কয়েকটা বল স্কিড করে, কিছু বল খুব শার্প স্পিন করে। আমার মনে হয়, নাঈম ও লিটন খুবই ভালো ব্যাটিং করেছে।'
'আমাদের যেরকম শুরু দরকার ছিল পাওয়ার প্লেতে, পারফেক্ট শুরু করে দিয়েছে। ওরা খুব ভালো ব্যাট করেছে, শুরুতে আমরা ভালো জুটি পেয়েছি। এরপর মাঝে আমাদের কয়েকটা ভালো জুটি হয়েছে এবং আমরা ১৪০ পেরিয়েছি। এই উইকেটে যা বেশ ভালো সংগ্রহ।'
নাঈমের থিতু হতে সব রকম উইকেটে সময় লাগলেও এমনিতে শুরুতে নেমে বিস্ফোরক ব্যাটিং করেন লিটন। কিন্তু নিজের স্বভাবের বাইরে গিয়ে এদিন তিনি নিজেকে নেন গুটিয়ে। ০ রানে জীবন পাওয়ার পর পরে খেলছেন দারুণভাবে। অধিনায়কের তাতেই তৃপ্তি, 'অস্ট্রেলিয়া সিরিজে এবং এই সিরিজেও নতুন বলে ব্যাট করাটা খুব কঠিন। অস্ট্রেলিয়ার সঙ্গে যখন খেলেছি, ওদের ওপেনিং জুটি খুব একটা সফল হয়নি। আমাদের হয়তো একটা ম্যাচে কিছুটা ভালো হয়েছে, কিছু ম্যাচে ভালো হয়নি। কিন্তু আজকে লিটন ও নাঈম যে ইনিংস খেলেছে, তা দেখাটা ছিল সন্তুষ্টির। যেভাবে তারা গ্যাপ বের করেছে এবং রান তুলেছে, তা গুরুত্বপূর্ণ ছিল।'
Comments