তবুও ব্যাটসম্যানদের সাফাই গাইলেন মাহমুদউল্লাহ
লক্ষ্যটা ছিল ১২৯ রানের। মিরপুরের মন্থর উইকেটে এ রান তাড়ায় প্রয়োজন ছিল স্মার্ট ব্যাটিং। দেখেশুনে ঝুঁকিহীন শট খেলা। সেখানে ব্যাটসম্যানরা শুরু থেকেই এমন ব্যাটিং করলেন যেন লক্ষ্যটা দুইশ কিংবা তার অধিক! প্রতিযোগিতাটা এমন যেন কে কতোটা বাজে শট খেলতে পারেন! ফলে যা হবার তাই হয়েছে। হেরে গেছে বাংলাদেশ। কিন্তু এমন ব্যাটিংয়ের পরও ব্যাটসম্যানদের পক্ষেই সাফাই গাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিন মাত্র ৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ঘরের মাঠে তো সর্বনিম্নই। পুরো ম্যাচ জুড়ে ভিন্ন এপ্রোচ দেখা গিয়েছে ব্যাটসম্যানদের মধ্যে। লিটন-সাকিব-নাঈমরা যেখানে তেড়েফুঁড়ে খেলার চেষ্টা করলেন, সেখানে মুশফিক ছিলেন খোলসে আবদ্ধ। টি-টোয়েন্টি সংস্করণে করলেন ৩৭ বলে ২০ রান! স্ট্রাইক রেট মাত্র ৫৪.০৫।
কিন্তু ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটসম্যানদের হয়েই কথা বললেন বাংলাদেশ দলের অধিনায়ক। টপ অর্ডার এমনকি মিডল অর্ডার ব্যাটসম্যানরাও ভালো করেছেন বলে জানালেন তিনি, 'আমার মনে হয় আমাদের মিডল অর্ডার খুব ভালো ব্যাটিং করছে। টপ অর্ডার আগের দিন খুব ভালো কাজ করেছে এবং আজকেও। তবে মাঝে যেটা মিসিং হয়েছে সেটা হলো জুটি। আশা করছি, আমরা ইতিবাচক দিকগুলো দেখবো এবং সে অনুযায়ী যেখানে প্রয়োজন সেখানে কাজ করবো।'
অন্যদিনের তুলনায় এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ছিল কিছুটা প্রাণবন্ত। গ্রিপ ও টার্ন সে তুলনায় দেখা যায়নি। সেখানে প্রতিপক্ষকে ১২৮ রানে আটকে রাখায় বোলারদের প্রশংসায় মাতলেন অধিনায়ক, 'তাদের ১৩০ রানের মধ্যে আটকে রেখে বোলাররা দারুণ কাজ করেছে। আমরা শুরুটা ভালো করেছিলাম কিন্তু ধরে রাখতে পারিনি। আমরা খুব দ্রুত উইকেট হারিয়েছি। আমরা ঘুরে দাঁড়াবো এবং ফিরে আসবো।'
প্রথম দুই ম্যাচে জয়ের পর আজ জিতলেই নতুন ইতিহাস লিখতে পারতো বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেত দলটি। সেখানে কাজটা কিছুটা কঠিন করে ফেলে তারা। পরের ম্যাচে নিউজিল্যান্ড জিতলে যে কোনো কিছুই হতে পারে। তবে সিরিজ জয়ের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেই জানান টাইগার অধিনায়ক, 'এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। আমরা পরের ম্যাচে জয়ের চেষ্টা করব এবং সিরিজ জয়েরও।'
Comments