কিপিংয়ে ফিরলেন না মুশফিক
সিরিজের আগে কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে গ্লাভস হাতে দেখা যাবে মুশফিকুর রহিমকে। পারফরম্যান্সের ভিত্তিতে ঠিক করা হবে শেষ ম্যাচের কিপার। কিন্তু তৃতীয় ম্যাচে দেখা গেল ভিন্ন ছবি।
প্রথম দুই ম্যাচের মতো টানা তৃতীয় ম্যাচেও উইকেটের পেছনে দেখা গেল সোহানকে। টস হেরে দল ফিল্ডিংয়ে গেলে আউটফিল্ডে দাঁড়ালেন মুশফিক। দুই ম্যাচে আউটফিল্ডে অবশ্য বেশ সফল ছিলেন মুশফিক। দুই ম্যাচেই তার হাতে জমা পড়েছে তিন ক্যাচ।
উইকেটের পেছনে সোহানের সময়টা ভালো-মন্দে মিশানো। দ্বিতীয় ম্যাচে একটি রানআউট করতে গিয়ে গ্লাভস দিয়ে আগেই স্টাম্প ভেঙ্গে দেওয়ায় সমালোচনায় পড়েন তিনি। তবে দক্ষতা দেখিয়ে আগে নজর কাড়া এই কিপারের উপরই আস্থা রাখল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
ভাগাভাগি করা এই উইকেটকিপিং নিয়ে সিদ্ধান্ত অনেক আলোচনার জন্ম দেয় দেশের ক্রিকেটে। প্রক্রিয়া নিয়ে উঠে প্রশ্ন। তবে সেসব প্রশ্নের মাঝেও একদম ভিন্ন রকমের পরিকল্পনা দেখতে কৌতুহল ছিল সবার। সিরিজের আগে অধিনায়ক মাহমুদউল্লাহও জানিয়েছিলেন, মুশফিক ও সোহান দুজনেই খুশি মনে ভাগাভাগি করা কিপিংয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
এত আলোচনার সেই ভাগাভাগির কিপিং শেষ পর্যন্ত দেখা গেল না।
Comments