১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
করোনাভাইরাসের শঙ্কা কাটিয়ে টি-টোয়েন্টির মতো বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট সিরিজেও মাঠে আসার সুযোগ পাচ্ছেন দর্শকরা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকেট ছাড়া হবে বিক্রির জন্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের টিকেট দুই স্থানে পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে। কাজির দেউরিস্থ এমএ আজিজ স্টেডিয়াম ও সাগরিকার বিআইটিএসি মোড়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে টিকেট।
টিকের মূল্যও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। পূর্ব গ্যালারির টিকেটের মূল্য ১০০ টাকা, ক্লাব হাউজে বসে খেলা দেখা যাবে ২০০ টাকায়। আন্তর্জাতিক স্ট্যান্ডে ৩০০ টাকায় এবং রুফ টপ হসপিটালটিতে ৫০০ টাকা মূল্যের টিকেট কেটে খেলা দেখা যাবে।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় খেলা শুরু হবে।
Comments