সকালে নেমেই তাইজুলের ঝলক
আগের দিন দুই সেশনেও পাকিস্তানি ওপেনারদের আলগা করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় দিনের সকালে নেমেই মিলল আলোর দেখা। তাইজুল ইসলাম পর পর দুই বলে ফিরিয়ে দিলেন আব্দুল্লাহ শফিক ও আজহার আলিকে।
আগের দিনের বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে নামে পাকিস্তানে। দিনের প্রথম ওভারেই বল করতে আসেন তাইজুল। তার প্রথম চার বল থেকে আসে একটি সিঙ্গেল। পঞ্চম বলটা কাট করতে গিয়ে পরাস্ত হন শফিক। বল আগে লাগে তার পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। আগের দিন প্রায় একই করম একটি অবস্থায় বাংলাদেশ রিভিউ না নেওয়ায় ৯ রানে বেঁচে যান শফিক।
৫২ রান করার পর অবশেষে ফেরানো যায় তাকে। পরের বলেই আসে বড় উইকেট। পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলি তাইজুলের প্রথম বলেই হয়ে যান এলবিডব্লিউ। হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও ওভারে তা ঠেকিয়ে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশের ৩৩০ রানের জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান করেছে ২ উইকেটে ১৪৬ রান। ৯৪ রান নিয়ে ক্রিজে আছেন আবিদ আলি। তার সঙ্গী অধিনায়ক বাবর।
Comments