শেষ ম্যাচ না খেলেই ফিরে যাচ্ছেন মালিক
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের অভিজ্ঞ তারকা শোয়েব মালিক। প্রথম দুই ম্যাচ খেললেও শেষ ম্যাচটি খেলা হচ্ছে না তার, সন্তানের অসুস্থতার খবর পেয়ে ফিরে যাচ্ছেন তিনি।
পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আজ সোমবার ম্যাচের আগেই দুবাইয়ের ফ্লাইট ধরবেন মালিক। সেখানেই স্ত্রী সানিয়া মির্জা ও সন্তান থাকেন।
শেষ ম্যাচ খেলে পাকিস্তানের শুধু মাত্র টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ফিরে যাবেন মঙ্গলবার সন্ধ্যায়। স্পিনার উসমান কাদির ও ইমাদ ওয়াসিম যাবেন দুবাই। বাকিরা যাবেন নিজ দেশে।
পাকিস্তানের টেস্ট স্কোয়াডের সদস্যরা প্রথম টেস্ট খেলতে মঙ্গলবার দুপুরে যাবেন চট্টগ্রামে। পেস বোলিং কোচ ভারননন ফিল্যান্ডার দলের সঙ্গে প্রথম টেস্টে থাকলেও দ্বিতীয় টেস্টে থাকছেন না। চুক্তি অনুযায়ী ১ ডিসেম্বর তিনি ফিরে যাবেন তার দেশে।
প্রথম দুই ম্যাচ জিতে এরমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাবর আজমের দল। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচটি তাই অনেকটা আনুষ্ঠানিকতার।
টি-টোয়েন্টি সিরিজের পর দুদল দুই টেস্টের সিরিজ খেলবে। চট্টগ্রামে প্রথম টেস্ট ২৬ নভেম্বর, ঢাকায় পরের টেস্ট ৪ ডিসেম্বর।
Comments