শেষ ম্যাচের দলে পারভেজ ইমন, কামরুল রাব্বি
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে পারভেজ হোসেন ইমনের বদলে সাইফ হাসানকে দলে নেওয়া ছিল বিস্ময়ের। তবে প্রথম দুই ম্যাচ হারার পর বাঁহাতি তরুণ ওপেনার ইমনকে শেষ ম্যাচের জন্য স্কোয়াডে যুক্ত করা হয়েছে। মোস্তাফিজুর রহমানকে নিয়ে অনিশ্চয়তা থাকায় নেওয়া হয়েছে পেসার কামরুল ইসলাম রাব্বিকেও।
ইমনকে দলে যুক্ত করার খবর দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, 'হ্যাঁ ইমনকে আমরা নিচ্ছি।
পরে সংবাদ বিজ্ঞপ্তিতে কামরুলকেও যুক্ত করার কথা জানানো হয়। শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় মোস্তাফিজের খেলা নিয়ে আছে সংশয়। কামরুলকে সে কারণেই নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। এই দুজনেই আছেন অভিষেকের অপেক্ষায়।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। প্রথম ম্যাচে ১০ রানের ভেতরেই আউট হন দুই ওপেনার নাঈম শেখ ও সাইফ হাসান। দ্বিতীয় ম্যাচে ৫ রানের ভেতর ফিরে যান তারা। প্রথমবার টি-টোয়েন্টি দলে আসা সাইফ প্রথম ম্যাচে ৮ বল খেলে ১ রান করে স্লিপে ক্যাচ উঠিয়ে বিদায় নেন। শনিবার দ্বিতীয় ম্যাচে শাহীন আফ্রিদির মুখোমুখি হয়ে প্রথম বলেই কোন রান না করে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন। দুই ম্যাচেই তার টেকনিক ছিল প্রশ্নবিদ্ধ। বেশ নড়বড়ে দেখিয়েছে এই তরুণকে।
বিশ্বকাপে কিছু রান পেলেও দেশে ফিরে রান পাননি নাঈমও। দুই ম্যাচে তিনিও করেন কেবল ২ রান। ওপেনারদের এমন ব্যর্থতার কারণেই ফের স্কোয়াডে বদলের চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট। ইমনকে দলে নিয়ে সাইফকে টেস্ট স্কোয়াডে যোগ দিতে চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাঁহাতি ইমন এরমধ্যেই টি-টোয়েন্টিতে নিজের সামর্থ্যের কিছু ছাপ রেখেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইমনেরই। গত বছর ডিসেম্বরে ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি
প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হারার পর পরের ম্যাচে পাত্তাই পায়নি মাহমুদুল্লাহর দল। মাত্র ১০৮ রান করে তারা ম্যাচ হারে ৮ উইকেটে। সোমবার শেষ ম্যাচ অনেকটা আনুষ্ঠানিকতার। তবে অন্তত একটা ম্যাচ জিতে কিছুটা সাহস সঞ্চর করতে চাইবে বাংলাদেশ। শেষ ম্যাচের একাদশেও তাই বদলের আভাস স্পষ্ট।
টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রব্বি, শহীদুল ইসলাম, আকবর আলী। নতুন করে যুক্ত হচ্ছেন - পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বি। (সাইফ হাসান থাকছেন না শেষ ম্যাচে)
Comments