শেষ মুহূর্তে টেস্ট স্কোয়াডে আরও দুই পেসার

Rejaur Rahman Raja, Ebadot Hossain, Abu jayed Rahi & Khaled Ahmed
রেজাউর রহমান রাজা, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহির সঙ্গে টেস্ট স্কোয়াডে যুক্ত হয়েছেন খালেদ আহমেদ। (সর্ব ডানে)। ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রাম টেস্টে ১৫ জনের স্কোয়াডে পেসার ছিলেন তিনজন। তবে দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন আরও তিন পেসার। তাদের দুজন সৈয়দ খালেদ আহমদ ও শহিদুল ইসলামকে যুক্ত করা হয়েছে মূল স্কোয়াডে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন ও রেজাউর রহমান রাজার সঙ্গে যোগ দিচ্ছেন সৈয়দ খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম। এতে বাংলাদেশ স্কোয়াডের সদস্য সংখ্যা দাঁড়াল ১৭ জনে। যার মধ্যে আছেন পাঁচ পেসার। এর আগে গত সোমবার ১৬ জনের টেস্ট স্কোয়াড দিয়েছিলেন নির্বাচকরা। সেই দল থেকে পরে চোটের কারণে ছিটকে যান সাকিব আল হাসান। 

টেস্টের আগের দিন বিকেলে হুট করে এই দুই পেসারকে যুক্ত করা প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানান, ঝুঁকিমুক্ত থাকতে স্কোয়াড বড় করেছেন তারা,  'আমাদের কিছু চোট সমস্যা আছে। আপনারা জানেন তাসকিন ও শরিফুল আগেই চোটের কারণে নেই। বাকিদেরও নিয়েও হালকা শঙ্কা আছে। সে কারণে খালেদ ও শহিদুলকে যুক্ত করেছি।'

স্কোয়াডে যুক্ত করা দুই পেসার খালেদ ও শহিদুল প্রথম দিন থেকেই দলের সঙ্গে অনুশীলন করছিলেন। বৃহস্পতিবারও তাদের নেটে টানা বল করতে দেখা যায়। 

শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইয়াসির আলি চৌধুরী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

1h ago