শেষ টি-টোয়েন্টিতে অনিশ্চিত মোস্তাফিজ
প্রথম দুটিতে হেরে ইতোমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। তবে ওই ম্যাচে মোস্তাফিজুর রহমানকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি পেসার মোস্তাফিজের চোট পাওয়ার খবর দিয়েছে। মেডিকেল দল জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় হঠাৎ করেই পেশিতে ব্যথা অনুভব করেন তিনি। সেকারণে মাঠ ছেড়ে চলেও যেতে হয় তাকে। আগামীকাল তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারবেন কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলটি করে মাঠ ছাড়েন মোস্তাফিজ। তবে বেরিয়ে যাওয়ার সময় তাকে কোনো অস্বস্তি অনুভব করতে দেখা যায়নি। তার অসমাপ্ত ওভারটি পরে শেষ করেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
ওই ওভার শুরুর আগেই ঘটে অদ্ভুত এক কাণ্ড। স্টেডিয়ামের উত্তর দিকের গ্যালারি থেকে কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে মাঠে প্রবেশ করেন এক দর্শক। সাত জন মাঠকর্মীকে ফাঁকি দিয়ে তিনি দৌড়ে ছুটে যান ক্রিজের দিকে। সেখানে পৌঁছে মোস্তাফিজের পায়ের কাছে লুটিয়ে পড়েন তিনি। সেসময় তার মাথায় হাত দিয়ে স্পর্শ করতে দেখা যায় কাটার মাস্টার খ্যাত তারকাকে।
খেলার মাঝে মাঠে প্রবেশ করে জৈব সুরক্ষা বলয় ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন ওই দর্শক। এতে মাঠে থাকা ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের করতে হচ্ছে বাড়তি এক দফা করোনাভাইরাস পরীক্ষা। তবে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আপাতত তারা ঝুঁকির কিছু দেখছেন না।
Comments